দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর রেল স্টেশনে রেলের জায়গা জবরদখল করে গজিয়ে ওঠা দোকানে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আগুন লাগে। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে ১৫টি দোকান। আগুনে পুড়ে গিয়েছে একাধিক বড় গাছ। ঘটনার জেরে শিয়ালদা - বজবজ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ প্রথম আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। আগুন যেখানে লেগেছে সেখানে প্রায় ৪০টি দোকান রয়েছে। তার মধ্যে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয়রাই। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে হার মানতে হয় তাঁদের। আগুনের শিখা উচ্চতা এত বেশি ছিল যে তাতে পুড়ে যায় কয়েকটি নারকেল গাছ।
ওদিকে আগুন দেখে সন্তোষপুর স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল। পূর্ব রেলেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, আগুন কী করে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে পুরোদমে। যাত্রীদের কথা ভেবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেন চালানো হবে। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় এদিন অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিয়ালদা স্টেশনে অপেক্ষা করছেন অনেকে। অনেকে বিকল্প পথে বাড়ি ফেরার চেষ্টা চালাচ্ছেন।