বাঁকুড়ার পর এবার মালদায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ তো দূর অস্ত, উলটে অভিযোগ প্রত্যাহার করতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ নির্যাতিতার বাবা - মায়ের। এই অভিযোগ নিয়ে পুলিশের সুপারের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।
আরও পড়ুন - RG কর তদন্তে CBI-কে পথ দেখাচ্ছে পুলিশ, হাতে তুলে দিয়েছে ৫৩ ‘প্রমাণ’, ৯টি সঞ্জয়ের
পড়তে থাকুন - ‘আরজি করের নির্যাতিতার দেহ সৎকারের শ্মশান খরচ দিল কে? শ্মশানে কে করল সই?’
নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে, কিছুদিন আগে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে মদ খাইয়ে ধর্ষণ করে স্থানীয় এক যুবক। গোটা ঘটনার ভিডিয়ো করে রাখে সে। এর পর সেই ভিডিয়ো দেখিয়ে নাবালিকাকে ব্ল্যাকমেইল করা শুরু হয়। নাবালিকাকে মারধরও করে তারা। এরই মধ্যে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতার বাবা - মা। অভিযোগ, পুলিশি পদক্ষেপ তো দূর অস্ত, উলটে নাবালিকাকে অভিযোগ তুলতে চাপ দিতে থাকে অভিযুক্ত। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হন তাঁরা। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি।
আরও পড়ুন - ‘বহুত কুছ এভিডেন্স হ্যায়!’ হাসপাতাল থেকে বেরিয়েই জানাল সিবিআই, তল্লাশি রাতেও