সম্প্রতি গ্রামে একের পর এক বহু মানুষ সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। সেই ঘটনায় গ্রামের ১৫ মহিলাকে ডাইনি অপবাদ দিয়েছিলেন মোড়ল। আর তারই প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক মহিলার ছেলে। একবিংশ শতকেও এরকম নক্কারজনক ঘটনা ঘটল মালদহের আদিবাসী অধ্যুষিত গ্রাম ইন্দ্রসোহেলে। আক্রান্ত যুবককে আশঙ্কাজনক অবস্থায় গাজল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনার পরেই ডাইনি প্রথা নিয়ে গ্রামবাসীদের মধ্যে সচেতনতাই নেমেছে পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজল ব্লক থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছালেও এখনও কুসংস্কারে আচ্ছন্ন রয়েছেন এখানকার মানুষজন। এই গ্রামে শিক্ষার হার মাত্র ৩০ শতাংশ। সম্প্রতি এলাকার বহু মানুষের মধ্যে সর্দি, কাশি জ্বরের উপসর্গ দেখা দিলে দক্ষিণ দিনাজপুর থেকে এক জানগুরুকে (গুনিন) ডেকে আনা হয়। সেই গুনিন ১৫ জন মহিলাকে ডাইনি বলে অভিযুক্ত করেন। এরপর গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়। সেখানে গ্রামের মোড়ল ওই ১৫ জন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করার নিদান দেন। তখনই এক মহিলার ছেলে এর প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।