কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক এনভিএফ কর্মী। গুলি সরাসরি এনভিএফ কর্মীর কপালেই লেগেছে। আজ, বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনের মধ্যে। তিনি পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপারের বাংলোর সেন্ট্রিতে কর্মরত ছিলেন। মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী এই পুলিশকর্মী বলে মনে করা হচ্ছে।
ঠিক কী ঘটেছে পুরুলিয়ায়? স্থানীয় সূত্রে খবর, হঠাৎ একটা গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। তখন সেখানে অনেকেই ছুটে যান। গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন ওই পুলিশ কর্মী। সেখানে হাজির হন বহু পুলিশকর্মী। তাঁরা দেহটি পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। যদিও পুলিশ এই বিষয়ে তদন্তে নেমেছে। কিন্তু ঘটনার নেপথ্য কারণ কিছু জানায়নি।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, মৃত এনভিএফ কর্মীর নাম সুশীল কিস্কু (৪৫)। তাঁর বাড়ি বান্দোয়ান থানার কুইলাপাল এলাকায়। ওই এনভিএফ কর্মীকে উদ্ধার করে পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিনি পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপার চিন্ময় মিত্তালের বাংলোর সেন্ট্রিতে কর্মরত ছিলেন। আজ কর্মরত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেল থেকে চোয়াল বরাবর গুলি ছুঁড়ে আত্মঘাতী হন সুশীল কিস্কু। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন সেটা জানা যায়নি। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।