দীপাবলি আসতে আর হাতেগোনা কয়েকটি দিন বাকি। তাই ভিতরে ভিতরে অনেকেই বাজি তৈরি করছে। করোনাভাইরাস আবহে এখন বাজির দোকান সেভাবে বসছে না। তাই আড়ালে–আবডালে বাজি তৈরি হচ্ছে। এই পরিস্তিতিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল। তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা। বাজি বিস্ফোরণের জেরে মারাত্মক জখম হয়েছেন ১। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে।স্থানীয় সূত্রে খবর, সামনেই কালীপুজো আসছে। তাই বাজি তৈরি করা হচ্ছিল। এখানে ঘরে ঘরে বাজি তৈরি হয়। তা চলে যায় গোডাউনে। আর চাহিদা বাড়লে যে কারখানা আছে সেখানে পৃথকভাবে তৈরি হয়। আজ সেখানেই বাজি বিস্ফোরণ হয়। তাতে কেঁপে উঠেছে গোটা এলাকা। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকী অনেকে ছোটাছুটি করতে শুরু করেন। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন এই গ্রামে বেশকিছু পরিবার আতসবাজি তৈরি করে। তারাই জোরকদমে এখন বাজি তৈরির কাজ করছিল। তখনই তীব্র বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিতাই বেরা নামে এক বাজি কারিগরের গোডাউনে কাজ চলছিল। সেখানেই কোনওভাবে আগুন লেগে যায়। আগুন লাগার জেরে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। জখম হয়েছেন নিতাই বেরা।উল্লেখ্য, আগেও এখানে বেশ কয়েকবার বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। কালীপুজো সামনে বলেই এই বাজি তৈরি করা হচ্ছিল। এখানের বেআইনি বাজি কারখানা বন্ধ করে দিয়েছিল পুলিশ। তাই গোপনে এই বাজি তৈরি করা হচ্ছিল বলে খবর। এবার মাঠের মাঝখানে বাড়ি তৈরি করে বাজি তৈরির কাজ শুরু করা হয়েছিল।