দামি কিছু হাতে পেয়ে গেলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার লোভ সামলাতে পারেন না অনেকেই। সেই লোভই ধরিয়ে দিল এক পরিচারিকাকে। চুরি করা কানের দুল পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই পুলিশের হাতে ধরা পড়লেন পূর্ণিমা মণ্ডল নামে ওই মহিলা। তাঁর কাছ থেকে একটি সোনার আংটিও উদ্ধার হয়েছে। এভাবে ধরা পড়ে যাওয়ায় বেশ মন খারাপ পূর্ণিমাদেবীর।জানা গিয়েছে, কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বেহালার পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা সঞ্চিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পরিচারিকার দায়িত্ব সামলাতেন পূর্ণিমাদেবী। তাঁর বাড়ি ওই জেলারই বিষ্ণুপুর থানা এলাকায়। কিন্তু ৬ মাস আগে কাজ ছেড়ে দেন তিনি। কিন্তু পূর্ণিমাদেবী কাজ ছাড়ার পর থেকে নিজের এক জোড়া কানের দুল খুঁজে পাচ্ছিলেন না সঞ্চিতাদেবী। অনেক খোঁজাখুঁজি করেও দুলজোড়া না পাওয়ায় একপ্রকার হাল ছেড়ে দেন তিনি।কিন্তু সম্প্রতি ঘটনাক্রম অন্য দিকে বাঁক নেয়। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ পূর্ণিমাদেবীর একটি ছবি দেখতে পান তিনি। সেই ছবিতে পূর্ণিমার কানে অবিকল তাঁর হারিয়ে যাওয়া কানের দুলের মতো কানের দুল। এর পর আর কানের দুলের অন্তর্ধান রহস্য বুঝতে দেরি হয়নি সঞ্চিতা মুখোপাধ্যায়ের। পর্ণশ্রী থানায় গিয়ে ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। সঙ্গে সঙ্গে তৎপর হন পুলিশ আধিকারিকরা। বিষ্ণপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় পূর্ণিমাকে। জেরায় চুরির কথা স্বীকার করেন তিনি। তাঁর কাছ থেকে উদ্ধার হয় কানের দুলজোড়া। সঙ্গে সঞ্চিতাদেবীর বাড়ি থেকে চুরি যাওয়া একটি অংটিও উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। যার কোনও খবরই ছিল না গৃহকর্ত্রীর কাছে।