
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বুধবার সাতসকালে আয়কর হানা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে। একই সঙ্গে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন বার্নপুরের প্রোমোটার ইমতিয়াজ আহমেদের বাড়ি। একই সঙ্গে আসানসোল, দুর্গাপুর ও রানিগঞ্জের আরও ছয়-সাত জায়গায় চলছে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর।
প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি ভোর পাঁচটায় পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। তার আগে বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আয়কর আধিকারিকরা যখন ঢোকেন সেই সময় সোহরাব স্ত্রীও বাড়িতে ছিলেন। তৃণমূল নেতার স্ত্রী আসানসোল পুরনিগমের কাউন্সিলর। ভোর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চলছে। কেন তল্লাশি চলছে তা নিয়ে কিছু জানা যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষ ভিড় করেছেন সোহারাব আলি বাড়ির সামনে। হিসাবহির্ভুত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।
এর আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বিরুদ্ধে বিরুদ্ধে অবৈধ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তাঁর লোহার কারবার রয়েছে বলে জানা গিয়েছে। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গেও প্রাক্তন বিধায়কের যোগ ছিল বলে জানা গিয়েছে।
এক সময় লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক। বাম জামানায় উত্থান হয় সোহরাব আলি। ২০১১ সালে রাজ্য পালা বদলের আগে তিনি তৃণমূলে যোগ দেন। সে বছর বিধানসভা নির্বাচনে রানিগঞ্জ আসন থেকে টিকিট দেয় তৃণমূল। ভোটে জিতে তিনি বিধায়ক হন।
২০১৬ সালেও তাঁকে ওই আসনে টিকিট দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা চলায় তিনি তখন ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাঁর বদলে ওই সেবার ভোটে লড়েন সোহরাবের স্ত্রী নার্গিস বানু। কিন্তু বাম প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। প্রাক্তন বিধায়কে স্ত্রী বর্তমানে পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
লোহার ছাঁট ব্যবসা থেকে শুরু করে পরে প্রোমোটিং শুরু করেন। আয় বহির্ভূত সম্পত্তি, আয়কর ফাঁকির অভিযোগের তদন্তের পাশাপাশি, কোথাও কোনও টাকা লুকোনো আছে কি না, খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা। আসানসোলের ধরমপুরে লোহা ব্যবসায়ী সৈয়দ মহম্মদ ইমতিয়াজ আহমেদের অফিস ও বাড়িতে চলছে আয়কর তল্লাশি। সোহরাব কালো টাকা সাদা করতে শপিং মলে বিনিয়োগ করেছিলেন কিনা তাও খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা ।
৳7,777 IPL 2025 Sports Bonus