অযথা কাদা ছোঁড়াছুড়ি আমার পছন্দ নয়। তাই মুখ বুঁজে নিজের কাজ করে যাই। দিলীপ ঘোষের চ্যালেঞ্জের মুখে এভাবেই নিজের অবস্থান জানালেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী। মঙ্গলবার দীপক অধিকারী ওরফে দেব-কে চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, দম থাকলে সাংসদ পদে ইস্তফা দিক দেব।
বর্ষার শুরুতেই ২ দফায় বন্যাকবলিত হয়েছে ঘাটাল। আর তার পরই ফের ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তারই মধ্যে মঙ্গলবার দিলীপবাবু বলে বসেন, দেব ভালো ছেলে। দেবকে তৃণমূল ব্ল্যাকমেল করছে। দেবকে বলেছে ভোটে না দাঁড়ালে সিনেমা করতে দেব না। দেবের যদি হিম্মত থাকে তাহলে ইস্তফা দিয়ে দেখাক।
দিলীপবাবুর চ্যালেঞ্জের জবাবে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান তো একটা সহজ জিনিস নয়। তিন মাসের মধ্যে এটা করা সম্ভব নয়। লোকসভা ভোটের আগে আমি যখন রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই তখন দিদি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি তাঁকে বলি মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে তবেই ভোটে লড়তে পারি। এর পর রাজ্য সরকার ৭০০ কোটি টাকা মঞ্জুর করে। কিন্তু কাজ করার পরেও লোকে ট্রোল করলে খারাপ লাগে।
তিনি আরও বলেন, আমি ঘাটালের প্রথম সাংসদ নই। এর আগে গুরুদাস দাশগুপ্ত ৭ বারের সাংসদ ছিলেন। ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়ন এত সহজ হলে ৭০ বছর লাগত না। আমি নিজের কাজ করি। কে কী বলল তাতে কান দিই না। আমি কাজ করছি কি না সাধারণ মানুষ জানে। রাজনীতির লোক না হয়ে আমি এলাকায় যা কাজ করেছি রাজনীতির লোকেরাও করতে পারেননি। অযথা কাদা ছোঁড়াছুড়িতে আমি নেই।