দোল উপলক্ষ্যে আগামী রবিবার (২৮ মার্চ) একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। উত্তর এবং দক্ষিণ শাখা মিলিয়ে মোট ১০৯ টি ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে শিয়ালদহ দক্ষিণ শাখায় ৩১ টি ট্রেন বাতিল করেছে রেল।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-সোনারপুর-ক্যানিং শাখায় আগামিকাল পাঁচটি রেল চলবে না। শিয়ালদহ-সোনারপুর-বারুইপুর-লক্ষ্মীকান্তপুর-নামখানা এবং শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইনে বাতিল ট্রেনের সংখ্যা মোট ২০। শিয়ালদহ-বালিগঞ্জ-বজবজ লাইনে মোট ছ'টি ট্রেন বাতিল করা হয়েছে। পরদিন থেকে (২৯ মার্চ) আবারও স্বাভাবিকভাবে চলবে ট্রেন।১) শিয়ালদহ-সোনারপুর-ক্যানিং লাইন : ৩৪৩৫৪ (সোনারপুর-ক্যানিং), ৩৪৫২২ (শিয়ালদহ-ক্যানিং), ৩৪৫২৬ (ক্যানিং-রানাঘাট ) এবং ৩৪৫৩৩ (ক্যানিং-শিয়ালদহ)। ২) শিয়ালদহ-সোনারপুর-বারুইপুর-লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইন : ৩৪৪১৩ (সোনারপুর-শিয়ালদহ), ৩৪৪১৪ (সোনারপুর-শিয়ালদহ), ৩৪৩১২ (সোনারপুর-বারুইপুর), ৩৪৬২৩ (বারুইপুর-শিয়ালদহ), ৩৪৯২২ (লক্ষ্মীকান্তপুর-নামখানা), ৩৪৯২১ (নামখানা-লক্ষ্মীকান্তপুর), ৩৪৯৭২ (শিয়ালদহ-নামখানা), ৩৪৯৭৩ (শিয়ালদহ-নামখানা), ৩৪৪৩৬ (শিয়ালদহ-সোনারপুর) এবং ৩৪৩৩১ (লক্ষ্মীকান্তপুর-বারুইপুর)।৩) শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইন : ৩৪৮২২ (শিয়ালদহ-ডায়মন্ড হারবার), ৩৪৮২৯ (ডায়মন্ড হারবার-শিয়ালদহ), ৩৪৮৩০ (শিয়ালদহ-ডায়মন্ড হারবার), ৩৪৮৩৫ (ডায়মন্ড হারবার-শিয়ালদহ), ৩৪৮৯৮ (শিয়ালদহ-মাঝেরহাট), ৩৪৮৯৯ (মাঝেরহাট-শিয়ালদহ), ৩৪৮৯২ (বারুইপুর-ডায়মন্ড হারবার), ৩৪৮৮১ (ডায়মন্ড হারবার-সোনারপুর), ৩৪৮৩২ (শিয়ালদহ-ডায়মন্ড হারবার) এবং ৩৪৮৩৯ (শিয়ালদহ-ডায়মন্ড হারবার)।৪) শিয়ালদহ-বালিগঞ্জ-বজবজ লাইন : ৩৪১১৮ (শিয়ালদহ-বজবজ), ৩৪১১৭ (বজবজ-শিয়ালদহ), ৩৪১২৫ (বজবজ-শিয়ালদহ), ৩৪১২৬ (শিয়ালদহ-বজবজ), ৩৪১৫০ (শিয়ালদহ-বজবজ), ৩১০৫৫ (বজবজ-নৈহাটি)।