
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভোট মরশুমে রাম নবমীর অনুষ্ঠান। সেই উপলক্ষে বিজেপির প্রাশাপাশি রামনবমী পালন করছে তৃণমূল। রামনবমীর মিছিলে পা মেলাচ্ছেন তৃণমূল প্রার্থীরা। সেরকমই রামনবমী পালন করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী বা দেব। রামনবমী উপলক্ষে মন্দিরে পুজো দিয়ে জয় শ্রীরাম বললেন তৃণমূল প্রার্থী। আর এই নিয়ে দেবকে তীব্র আক্রমণ করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। রামনবমীর দিনেও অব্যাহত থাকল দুই নেতার তরজা।
আরও পড়ুনঃ ‘বন্ধু’ দেবের উপর কীসের এত রাগ হিরণের? টলিউড দেব-ময় বলেই কি…
রামনবমী উপলক্ষে এদিন দুই দলের প্রার্থী দুটি আলাদা মন্দিরে পুজো দেন। একদিকে, এদিন যেমন এলাকায় জনসংযোগ সারেন দেব, অন্যদিকে, হিরণও এলাকায় জনসংযোগ সারেন। তিনি বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। দুজনেই এদিন ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। এদিন ঘাটালের কুশপাতা এলাকায় পুজো দেন তৃণমূল প্রার্থী। এরপর হিরণকেও তিনি শুভেচ্ছা জানান। দেব জানান, তিনি এই পবিত্র দিনে কাউকে ছোট করতে চান না। হিরণ যেখানে বারংবার বিভিন্ন বিশয় নিয়ে দেবকে আক্রমণ করে থাকেন। সেই হিরণকেও এদিন শুভেচ্ছা জানাজ দেব। দেব বলেন, ‘আজ হিরণকেও শুভেচ্ছা ওর দল, আমার দল শান্তিতে থাকুক। সবাই ভাল থাকুন।’
তবে দেব শুভেচ্ছা জানালেও হিরণ এদিন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেবকে আক্রমণ করেন। তিনি দেবকে খোঁচা দিয়ে বলেন, ‘তাঁর দলের নেত্রী ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলায় টিকে আছেন। এঁরা রাজনীতির জন্য ধর্মকে বেছে নেন। আমি লজ্জিত হিন্দু হিসাবে।’ হিরণ জানান, তিনি কখনই রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না।
তৃণমূলের কোনও ধর্ম নেই বলে তিনি কটাক্ষ করেন। এছাড়াও, তাঁর কটাক্ষ তৃণমূলের নেতাদের জিন্স পড়ে ইফতার পার্টিতে যাওয়া নিয়ে কটাক্ষ করেন হিরণ। এর পালটা দেন দেব। তাঁর কথায়, হিরণ ইফতার পার্টিতে যেতে পারলে তিনিও রামনবমীতে যেতে পারেন। দেবের মতে, রাম কোনও দলের একার নয়, তিনি সকলের। কোনও দল রামকে শুধু নিজেদের বললে তা বোকামি হবে। অন্যদিকে, ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে দেব জানান, ধর্ম মানেই হল শান্তির বার্তা দেওয়া। ধর্ম সকলের। তেমনিই একজন জনপ্রধিনিধির ধর্ম হল মানুষের সেবা করা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports