ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার হল এক যুবতীর ক্ষতবিক্ষত বিবস্ত্র দেহ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বছর পঁচিশের ওই যুবতী এলাকারই বাসিন্দা। যেভাবে নগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে তাতে পরিবারের সদস্যদের ধারণা ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। স্বাভাবিকভাবেই এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ধর্ষণের মামলা আসেনি সন্দেশখালিতে, দাবি পুলিশের, মহিলা কমিশন বলল পুলিশ করতে দেয়নি
মৃত যুবতীর পরিবারের অভিযোগ, ব্যক্তিগত কোনও শত্রুতার কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে। যদিও এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে এখনও কোনও কিছু জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিনে সবজি কাটতে হাঁসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওই যুবতী। তখন সন্ধ্যে ৭ টা বাজে। তিনি সেই সময় একাই ছিলেন। তাঁর সঙ্গে তাঁর মা যেতে চাইলেও আপত্তি জানান যুবতী। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। রাতভর খোঁজাখুঁজির পরেও মেয়েকে না পেয়ে তারা ভেবেছিলেন তাদের মেয়ে হয়তো কোনও যুবকের সঙ্গে ঘর ছেড়েছেন। কিন্তু, আজ সকালে ফের খুঁজতে গিয়েই ভুট্টার ক্ষেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।