হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যময় মৃত্যুর ঘটনার তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। তার আগেই পুলিশ জানিয়েছে, বিধায়কের পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে মৃত্যুর জন্য দু'জনকে দায়ী করা হয়েছে।সোমবার সকালে রায়গঞ্জের বালিয়া থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর হাত বাঁধা ছিল। পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একই দাবি করেছে বিজেপিও। ‘সম্ভবত রাজনৈতিক কারণ’-এ খুন করা হয়েছে বলে মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সিবিআই তদন্তেরও দাবি করা হয়েছে। সেই দাবির মধ্যেই রহস্য মৃত্যুর তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। এরইমধ্যে পুলিশের তরফে জানানো হয়েছে, বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে মৃত্যুর জন্য দু'জনকে দায়ী করা হয়েছে। সুইসাইড নোটের লেখার সঙ্গে বিধায়কের হাতের লেখা মিলিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, সুইসাইড নোটে যে দু'জনের নাম ছিল, তাঁদের সঙ্গে বিধায়কের আর্থিক লেনদেন ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।ঘটনাস্থলে স্নিফার ডফ নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের তরফে নিয়ে যাওয়া হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদেরও সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনেরও আশ্বাস দেওয়া হয়েছে।এদিকে, বিধায়কের মৃত্যুর ঘটনায় আগামিকাল (মঙ্গলবার) উত্তর দিনাজপুরে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।