অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছে। তাতে বিরোধীরা খানিকটা অক্সিজেন পেয়ে লাফাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আজ, বুধবার বাংলায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি এসে এই ইস্যুতে আরও ইন্ধন দিয়ে গেলেন। গরু পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে গেলেন তিনি।
ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? এদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এসেছেন। সেখানে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যারা গরু পাচারের সঙ্গে যুক্ত তাদের শাস্তি পেতেই হবে। সংবাদমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জেনে গিয়েছে কারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত। কোথাও টাকার পাহাড় দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কোথাও মানুষ নানান ধরনের অপরাধে যুক্ত রয়েছে সরাসরি। কারা এই কাজ করছে সবাই জেনে গিয়েছে। তারা এখন ব্যথা অনুভব করছে।’
শহরজুড়ে অভিষেকের পোস্টার পড়েছে। নতুন তৃণমূল। কী বলবেন? এই বিষয়ে তিনি বলেন, ‘গরু পাচার সারা ভারতবর্ষে বেআইনি। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আইন মোতাবেক শাস্তি পেতেই হবে। আর এইসব ধামাচাপা দেওয়ার একটা নতুন কৌশল। তাই পোস্টার পড়েছে। এখানকার সরকারের মানুষের সমস্যা নিয়ে ভাবা উচিত। সেখানে তারা দুর্নীতিতে যুক্ত। এই রাজ্যের বিরোধী দল হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করে যাব।’