মহানন্দা নদীতে ভেসে যাওয়া মরা গোরুর দেহের ভিতরে লুকিয়ে জ্যান্ত বাছুর পাচার করার কৌশল ধরে ফেলল বিএসএফ। রবিবার মালদা জেলায় গোরু পাচারকারী চক্রের এই সাম্প্রতিক নিষ্ঠুর ছক এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোমবার সীমান্তরক্ষী বাহিনীর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, মৃত গোরুর শরীর কেটে তার পেটের ভিতর লুকিয়ে রাখা জীবন্ত বাছুরটিকে উদ্ধার করা হয়েছে। বাছুরটিকে পা দড়ি দিয়ে ও চোখ কাপড়ের পট্টিতে বাঁধা ছিল। মৃত গোরুর দেহ কলাগাছের গুঁড়ি ও কচুরিপানায় তৈরি ভেলায় বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। গোরুর দেহের একাংশে কাটা ফাঁক থেকে বাছুরটির নাক বেরিয়ে থাকতে দেখে সন্দেহ জাগে এবং নদী থেকে ভেলাটি উদ্ধার করা হয়। এর পরে গোরুর পেট কেটে মৃতপ্রায় বাছুরটিকে উদ্ধার করা হয়।জানা গিয়েচে, উদ্ধার অভিযানটি সম্পূর্ণ করেছে ভারত-বাংলাদেশ পাহারায় মোতায়েন করা বিএসএফ-এর ৪৪তম ব্যাটালিয়ন।বাহিনীর তরফে দাবি করা হয়েছে, বর্ষায় নিত্যনতুন ভয়াবহ কৌশল অবলম্বন করে গোরু-বাছুর পাচার করায় তৎপর হয়ে উঠেছে দুই দেশে সক্রিয় দুষ্কৃতী চক্র। তবে তাদের যাবতীয় ছক বানচাল করায় কড়া নজরদারি চালাচ্ছে ৯০০ কিমিরও বেশি দীর্ঘ সীমান্ত পাহারায় নিযুক্ত বিএসএফ।