এবার মেজাজ হারিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন তিনি। সেখানে তাঁকে দেখে বেশ কয়েকজন গো–ব্যাক স্লোগান দেন। তা শুনে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি রেগে যান। প্রাতঃভ্রমণে বেরনোর পর দিলীপ ঘোষকে ঘিরে চোর স্লোগান এবং গো–ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। আর তাতেই মেজাজ হারিয়ে তাঁদের বুকে পা তুলে দেবেন বলে হুমকি দেন তিনি। যা নিয়ে আলোড়ন পড়েছে রাজ্য–রাজনীতিতে।
বিষয়টি ঠিক কী ঘটেছে বেলদায়? বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন দিলীপ ঘোষ তার সামনে চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না? সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এমনকী তাঁকে দেখা মাত্রই গো–ব্যাক স্লোগান থেকে চোর চোর বলে আওয়াজ তোলা হয়। তাতেই মেজাজ হারিয়ে পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষ। তবে এই মন্তব্য একজন সাংসদের মুখ থেকে শোনা যাওয়ায় ব্যাপক আলোড়ন পড়েছে রাজ্য–রাজনীতিতে।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? আজ, শুক্রবার রাস্তায় বেরিয়ে এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হওয়ায় বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। এই ঘটনার সঙ্গে সঙ্গেই মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায়। বুকে পা তুলে দেব।’ দিলীপের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। আগেও তিনি বারবার বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তা অন্য মাত্রা পেল।