দশমীতে রাজ্যে সামান্য কমল নয়া আক্রান্তের সংখ্যা। কিন্তু লাগাম পড়ল না সংক্রমণে। বিশেষত পুজো, নিরঞ্জনের পর সেই সংক্রমণের গতি আরও বৃদ্ধি পায় কিনা, তা নিয়ে আশঙ্কায় আছে রাজ্য সরকার। তারইমধ্যে অবশ্য রবিবারের তুলনায় সুস্থতার সংখ্যা সামান্য বেড়েছে। তাতে কিছুটা হলেও স্বস্তি পাবেন রাজ্য সরকারের কর্তারা।আজ (সোমবার) রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪,১২১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। রবিবারের থেকে সেই সংখ্যাটা ছয় কম। তবে রবিবারের তুলনায় করোনা পরীক্ষাও ৩০০-র মতো কম হয়েছে। সোমবার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২,২৩২ টি। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩,৮২২।জেলাভিত্তিক নয়া আক্রান্তের নিরিখে সোমবারও শীর্ষে আছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। কলকাতায় ৮৯২ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা তিন কম। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে কলকাতাকে টপকে সবার উপরে আছে উত্তর ২৪ পরগনা (১৫)। কলকাতায় ১৪ জনের মৃত্যু হয়েছে। ওই সময়ের মধ্যে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন। যা রবিবারের তুলনায় এক কম। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৬,৫৪৬ জনের মৃত্যু হয়েছে।সেই উদ্বেগের ছবির মধ্যেই গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৯৯৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। কলকাতায় করোনা-যুদ্ধে জয়ী হয়েছেন ৯৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩,৮৮৯ জন করোনা-মুক্ত হয়েছেন। যা রবিবারের থেকে ৩২ বেশি। সবমিলিয়ে রাজ্যে ৩১০,০৮৬ জন সেরে উঠেছেন। অর্থাৎ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৬৪ শতাংশ। আর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৭,১৯০। যা রবিবারের তুলনায় ১৭৩ বেশি।