ট্রাকের মধ্যে গোপন কুঠুরি। অভিযোগ তার মধ্যেই রাখা ছিল প্যাকটে ভর্তি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে নারকোটিক্স সেলের আধিকারিকরা একটি ট্রাককে আটকায়। সেই ট্রাকে তল্লাশি চালাতেই খোঁজ মেলে ওই বিপুল পরিমাণ গাঁজা। সিআইডি ও জগদ্দল থানার পুলিশও এই অভিযানে শামিল হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর শনিবার ভোরে ব্যারাকপুরের অন্তর্গত রাহুতা মনসাতলা ক্রশিংয়ে একটি গাড়িকে আটক করা হয়েছিল।ওই ট্রাক থেকে প্রায় ৩০১ কেজি গাঁজা পুলিশ বাজেয়াপ্ত করেছে। এরপর পুলিশ ওই গাড়িটিতে থাকা চারজনকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে ওড়িশার টিটলাগড় থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল। এনডিপিএস অ্য়াক্টে ধৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ধৃতদের নাম করুণা বাগ, সঞ্জিত বিশ্বাস, সন্তোষ সিং আকাশ সাঁতরা। সূত্রের খবর প্যাকেটে মোড়ানো ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। পুলিশের চোখে ধুলো দিতেই সেগুলিকে এভাবে প্যাকেট দিয়ে ঢেকে ট্রাকের মধ্যে লুকিয়ে ফেলা হয়েছিল। কিন্তু গোপন সূত্রে খবর চলে আসে অভিযানকারীদের কাছে। তবে এই গাঁজা ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।