কেবলমাত্র কলকাতাতেই নয়। এবার যাত্রী সাথী অ্যাপ ক্য়াবের সুবিধা মিলবে দুর্গাপুর-আসানসোলেও। পুলিশের তরফ থেকে এনিয়ে ঘোষণা করা হয়েছে। অ্য়াপ ক্যাব পরিষেবা। এই যাত্রীসাথী প্রকল্প চালু হল আসানসোল দুর্গাপুরে। এবার এই অ্য়াপ ক্যাব মিলবে সহজেই।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের জনপ্রিয় অ্য়াপক্য়াব যাত্রীসাথী চালু হল দুর্গাপুর-আসানসোলে। রাজ্য জুড়ে যাত্রীসাথী অ্যাপের উপভোক্তাদের সংখ্য়া এখন প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি। এবার সেই সংখ্য়ায় যুক্ত হতে চলেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষও।
ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা জানিয়েছেন, দুর্গাপুর আসানসোলে এবার যাত্রী সাথী পরিষেবা চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ওপশ্চিমবঙ্গ পুলিশ এই পরিষেবা চালু করেছে। যেকোনও জায়গা থেকে ট্যাক্সি পেয়ে যাবেন। চালকদের যাচাই করা হচ্ছে। এটা নারীদের সুরক্ষার জন্য এটা খুব উপযোগী হবে। এটা পকেট ফ্রেন্ডলি বলেও উল্লেখ করেছেন পুলিশকর্তা। নতুন বছর ২০২৫ সালে এই পরিষেবা চালু হল দুর্গাপুর আসানসোলে।