
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে দোলের দিনও খুন বারাকপুরে। এবার টিটাগড় থানা এলাকায় ২ তৃণমূল কাউন্সিলরের বিবাদে খুন হলেন অমর চৌধুরী নামে এক যুবক। এই ঘটনায় পবন রাজভড় নামে এক যুবককে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, টিটাগড়ের জয়শ্রী টেক্সটাইল মিলে কে শ্রমিক সরবরাহ করবে তা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল টিটাগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিষ্ণু সিং ও ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের। শুক্রবার দোলের দিন দুপুরে সেই বিবাদের জেরে বিষ্ণুর অনুগামী বলে পরিচিত অমর চৌধুরী নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়। খুন করে বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত পবন রাজভড় ও তার অনুগামীরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর পর পুলিশ পৌঁছে এলাকা থেকে অভিযুক্ত পবনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, গত বছর বিকাশের এক অনুগামীকে খুন করেছিল বিষ্ণুর অনুগামীরা। এদিনের খুন তারই বদলা বলে মনে করা হচ্ছে।
ওদিকে এই ঘটনায় বারাকপুর কমিশনারেটের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। বেলঘরিয়ায় INTTUC নেতা বিকাশ সিংকে গুলি চালানোর ঘটনার পর এখনও সপ্তাহ কাটেনি, তার আগে ফের খুন টিটাগড়ে। যাতে প্রশ্ন উঠছে, বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় কি দুষ্কৃতীদের মন থেকে আইনের ভয় চলে গিয়েছে?
বিজেপির দাবি, তৃণমূলের সঙ্গে তৃণমূলের বিবাদে খুন হচ্ছে। বেলঘরিয়াতেও আক্রান্ত ও হামলাকারী ২ জনেই তৃণমূল নেতা। টিটাগড়েও একই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা জানে হাতে তৃণমূলের ঝান্ডা থাকলে সাত খুন মাফ। কারণ এই দুষ্কৃতীদের ছাড়া তৃণমূল ভোটে জিততে পারবে না।
৳7,777 IPL 2025 Sports Bonus