পানাগড়ে গাড়ি উলটে নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় মেয়ের গাড়ির চালকের বয়ান বদলে হতাশ মৃতের মা। সেজন্য মেয়ের গাড়ির চালক রাজদেও শর্মার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছেন নিহত সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। ওদিকে শনিবার সাদা গাড়ির চালক বাবলু যাদবকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। বাবলু জানিয়েছেন, সুতন্দ্রার গাড়িই তাড়া করে তাঁর গাড়িতে ধাক্কা মারে।
শনিবার বাবলু যাদবকে প্রথমে বুদবুদের পেট্রল পাম্পের কাছে নিয়ে যায় পুলিশ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় পানাগড়ের ঘটনাস্থলে। বাবলু জানায়, গত রবিবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। তখন সুতন্দ্রার গাড়িটি তাঁকে তাড়া করে। তিনি বাড়ি যাওয়ার জন্য রণডিহা মোড়ের কাছে হাইওয়ে ছেড়ে সার্ভিস লেনে ঢোকেন। তখনও সুতন্দ্রার গাড়ি তাঁর পিছু নেই। এর পর তিনি বাড়ির রাস্তায় ঢোকার জন্য বাঁক নিলে সুতন্দ্রার গাড়ি তাঁর গাড়িতে প্রথমে ধাক্কা মারে। তার পর ধাক্কা মারে একটি শৌচালয়ে। এর পর উলটে যায় গাড়িটি। বাবলু যাদব বলেন, এই ঘটনায় আমি ঘাবড়ে যাই। আমি বুঝতে পারিনি ম্যাডাম মারা গিয়েছেন।
ওদিকে প্রথমে কটূক্তি ও তাঁদের গাড়িকে তাড়া করা হয়েছিল বলে দাবি করলেও পরে বয়ান বদল করে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা বলেন, সুতন্দ্রার নির্দেশেই বাবলু যাদবের গাড়িটিকে তাড়া করেছিলেন তিনি। ওদিকে গাড়ির চালক বয়ান বদল করতেই তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ এনেছেন তনুশ্রীদেবী। আগেই বাবলু যাদবের বিরুদ্ধে আগেই মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ এনেছিলেন তিনি। সুতন্দ্রাদেবীর দাবি, পুলিশ তদন্ত করে সত্যিটা বার করুক।