ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর বাংলাদেশি পাচারকারীদের হামলায় আহত হলেন তিন বিএসএফ জওয়ান। ঘটনাটি উত্তর ২৪ পরগনায় সীমান্ত লাগোয়া বিএএসএফের বাঁশঘাটা পোস্টে ঘটেছে।সীমান্তরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, গত শুক্রবার সীমান্তে টহল দিচ্ছিল বিএএসএফের ১০৭ নম্বর ব্যাটেলিয়ন। রাত সাড়ে তিনটে নাগাদ ১০-১২ জন বাংলাদেশি পাচারকারীকে দেখতে পান জওয়ানরা। তাদের আটকানোর চেষ্টা করলে জওয়ানদের উপর হামলা চালানো হয়।বিএসএফের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, 'বিএসএফের দলটিকে ঘিরে ফেলে পাচারকারীরা। বাঁশ এবং দা দিয়ে নৃশংসভাবে তাঁদের উপর হামলা চালায়।' আত্মরক্ষায় প্রাণঘাতী নয় এমন বন্দুক থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় বিএসএফ। তখন সীমান্ত টপকে পালিয়ে যায় পাচারকারীরা।ওই আধিকারিক জানিয়েছেন, ঘটনায় তিন বিএএসএফ জওয়ান আহত হয়েছেন। দু'একজন পাচারকারীরাও আহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে আট কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান ওই আধিকারিক।