নামখানায় বধূকে গণধর্ষণের পর কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় আক্রান্ত মহিলার ভাসুরসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে একথা জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কমিশনার ভাস্কর মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ করেছে পুলিশ।ভাস্করবাবু জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে ঘটনার পর শনিবার থানায় মারধরের অভিযোগ করেছিলেন আক্রান্ত মহিলা। সেই মতো তদন্ত শুরু করে পুলিশ। রবিবার অসুস্থ হয়ে পড়ায় কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসকের উপস্থিতিতে মহিলা পুলিশকর্মীরা তাঁর বয়ান রেকর্ড করেন। তখন তিনি জানান, তাঁকে গণধর্ষণ করা হয়েছে। যাতে অভিযুক্ত তাঁর ভাসুর ও তাঁর বন্ধুরা। এর পর গণধর্ষণের মামলা রুজু করে ভাসুর ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।শুক্রবার ভোররাতে নামখানার দ্বিতীয় ঘেরি এলাকায় শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন ওই বধূ। তখনই তাঁর মুখ চেপে ধরে অভিযুক্তরা। এর পর কাপড় দিয়ে তাঁর হাত – পা মুখ বেঁধে ভাসুর ও তাঁর বন্ধুরা গণধর্ষণ করেন বলে অভিযোগ। শেষে প্রমাণ লোপাটে বধূর দেহে ও যোনিতে কেরোসিন ঢেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। বধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালায় অভিযুক্তরা।