Christmas 2024 West Bengal:কলকাতার পার্কস্ট্রিটের মতো বছর শেষে সাজবে গঙ্গাপাড়ের শ্রীরামপুরও!কোন রাস্তায় থাকবে আলোর সাজ?
Updated: 01 Dec 2024, 06:42 PM ISTবছর শেষে আলোর সাজে সাজবে হুগলির শ্রীরামপুর। উৎসব শ... more
বছর শেষে আলোর সাজে সাজবে হুগলির শ্রীরামপুর। উৎসব শুরু কবে? দেখে নিন।
ঐতিহ্যপূর্ণ শ্রীরামপুরে ডেনমার্কের উপনিবেশ ছিল এককালে। তখনই গড়ে উঠেছিল ড্যানিশ ট্যাভার্ন। গড়ে উঠেছিল ওলাভ গির্জা। জানা গিয়েছে, সেই ঐতিহ্যমন্ডিত সেন্ট ওলাভ গির্জার সামনে থেকে এনএন রায় স্ট্রিট, চার্চ স্ট্রিট হয়ে আলোর চমক থাকবে নেতাজি সুভাষ চন্দ্র অ্যাভিনিউতে গান্ধী ময়দানের সামনে পর্যন্ত। (পার্ক স্ট্রিটের ছবি) । ছবি সৌজন্য : এএনআই
পরবর্তী ফটো গ্যালারি