তুলসি গাছের কাছে এই সব জিনিস রাখা উচিত নয়। সনাতন ধর্মে তুলসি গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে দেবী লক্ষ্মী তুলসি গাছে বাস করেন। প্রতিদিন তুলসি গাছের পুজো করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। যদি বাড়িতে তুলসি গাছ থাকে, তাহলে কোনও অবস্থাতেই এই ৪টি জিনিস গাছের কাছে রাখবেন না। যদি আপনি তা না করেন, তাহলে তুলসি পুজোর শুভ ফল পাবেন না। এতে দেবী লক্ষ্মী আপনার উপর রুষ্ঠ হতে পারেন বলে মনে করা হয়। জেনে নিন কোন ৪টি জিনিস তুলসি গাছের কাছে রাখা উচিত নয়।
আরও পড়ুন: শনির গোচরে বন্যা বইবে সুখের, ভাগ্য চমকাবে তুলা সহ এই রাশিগুলির
তুলসির কাছে কী কী রাখা উচিত নয়?
ডাস্টবিন: শাস্ত্র অনুসারে, তুলসি অত্যন্ত পবিত্র। তার কাছে কখনওই ডাস্টবিন রাখা উচিত নয়। এটা না করলে তুলসি গাছ শুকিয়ে যায়। আর তার ফলে আপনার ঘরে ছড়িয়ে থাকা ইতিবাচক শক্তিও ধীরে ধীরে ম্লান হয়ে যায়।
আরও পড়ুন: ২৯ না ৩০ মার্চ কবে চৈত্র নবরাত্রি? ঘটস্থাপনের সঠিক সময় এবং শুভ মুহূর্ত জেনে নিন
কাঁটাযুক্ত গাছপালা: তুলসি গাছের কাছে লেবু, গোলাপ, ক্যাকটাস অর্থাৎ কাঁটা জাতীয় কোনও গাছ লাগানো উচিত নয়। এই গাছগুলি নেতিবাচকতার প্রতীক এবং জীবনে কাঁটা বপন করে। তুলসি গাছের কাছে এই ধরনের গাছ রাখলে বিপদে হতে পারে।
আরও পড়ুন: সূর্যগ্রহণের সময় কী কী করা যায়? কোন কাজ ভুলেও নয়? অমঙ্গল ঠেকাতে জানুন
জুতো: ধর্মীয় পণ্ডিতদের মতে, তুলসি গাছের কাছে জুতো এবং চপ্পল কখনও রাখা উচিত নয়। বিভিন্ন ধরনের ময়লা এবং ব্যাকটেরিয়া সেই জুতোর তলায় লেগে থাকে, যা নেতিবাচক শক্তি ছড়ায়। এর পাশাপাশি এটা করলে দেবী লক্ষ্মীর অপমান হয় বলেও বিবেচনা করা হয়।
আরও পড়ুন: শুরু মতুয়া সম্প্রদায়ের বারুণী মেলা ও পুণ্যস্নান!
শিবলিঙ্গ: পৌরাণিক বিশ্বাস অনুসারে, তুলসি গাছ দেবী লক্ষ্মীর প্রতীক। তাই ভুল করেও তুলসির কাছে শিবলিঙ্গ রাখা উচিত নয়। এটি করলে বিপরীত ফলাফল পাওয়া যায়। এর পরিবর্তে শালগ্রাম শীলা রাখা যেতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )