বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসার সূর্য হলেন গ্রহদের রাজা। তিনি হলেন মান সম্মান ও প্রতিষ্ঠার কারক। তারফলে শুক্রকে মান ধন, বৈভব আর বিলাসিতার দাতা বলে মনে করা হয়। উল্লেখ্য, সূর্য আর শুক্রের সংযোগ তৈরি হতে চলেছে। এই যুতি সেপ্টেম্বরে তুলা রাশিতে তৈরি হবে। যার ফলে কিছু রাশির ভালো সময় কাটতে চলেছে। কোন কোন রাশি শুভ ফল পাবে, দেখে নিন।
তুলা
এই সময় আপনি প্রতিটি কাজে পাবেন সাফল্য। আপনার ক্ষমতা আর যোগ্যতাও এবার প্রশংসিত হবে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা পাবেন বিপুল লাভ। আর্থিক কোনও চ্যালেঞ্জ এই সময় সামনে আসবে। নতুন অংশীদার আপনার সঙ্গে জড়িত হবেন। পরিবারে কোনও সমস্যা বা দূরত্ব থাকলে তা কেটে যাবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।
( Auspicious Rajyog: অগস্টের শেষলগ্নে তাবড় যোগ! দুর্গাপুজোর আগেই ভাগ্যে সুখের জোয়ার কাদের?)
( Modi Zelenskyy Call: এসসিও-তে আসছেন পুতিনও! মোদী চিনে পৌঁছতেই জেলেনস্কির সঙ্গে ফোনে.. এল বড় আপডেট)
ধনু
মান সম্মানের কারক সূর্য ও বৈভবের দাতা শুক্র এবার যুতি তৈরি করবেন দুর্গাপুজোর মাসে। এই সেপ্টেম্বরেই রয়েছে বিশ্বকর্মা পুজো। এই মাসে এই বিশেষ যুতির ফলে, রোজগারে হু হু করে বৃদ্ধি দেখতে পারেন। আয়ের নতুন নতুন কোনও উৎস তৈরি হবে। আপনার জীবনধারণে কোনও ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন। দাম্পত্যে আসবে মানসিক শান্তি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো ছন্দ ধরে রাখতে পারবেন।
মকর
শুক্র আর সূর্যের যুতি, মকর রাশির জাতক জাতিকাদের জন্য সুসংবাদ নিয়ে আসবে। এই সময় কাজের দিক থেকে ভালো উন্নতির যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে যে সমস্যা চলছে, তা থেকে পাবেন মুক্তি। নিজের ফোকাস দিয়ে নিজের কাজ করতে পারবেন। ব্যবসায়ীরা আর্থিক লাভ পেতে পারেন। চাকরিরতদের পদোন্নতির যোগ আসতে পারে। ব্য়বসার বিস্তার হতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )