বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হল, ভূমি, ক্রোধ, রক্ত পরাক্রমের কারক। অন্যদিকে, সূর্য হলেন, আত্মবিশ্বাস, মান ,সম্মান, সরকারি চাকরির কারক। আর সূর্য আর মঙ্গলের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। এই দুই গ্রহ এবার দুটি বাঁধতে চলেছে। অক্টোবরেই সূর্য ও মঙ্গলের যুতি তৈরি হবে। তারফলে বহু রাশি লাভ পাবে। কারা কারা লাকি? দেখে নিন।
কন্যা
বিভিন্ন সময়ে হাতে আসতে পারে টাকা। কোনও বুদ্ধিদীপ্ত কাজে সাফল্য পেতে পারেন। আপনার কেরিয়ার ও পারিবারিক জীবন থেকে আপনি সন্তুষ্ট হতে পারেন। প্রেম জীবন ভালোর দিকে যাবে। আপনার সময় আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো কাটবে। বন্ধুর সঙ্গে ভালো সময় কাটবে। আপনার কোথাও টাকা আটকে থাকলে তা হাতে পাবেন। আপনার আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। আপনার প্রেম জীবন ভালো কাটবে।
( Navapancham Yog 2025: দুর্গাপুজো ২০২৫র আগে থেকেই শুরু সুসময়! তাবড় যোগে ধনু সহ কতগুলি রাশি লাকি?)
( Navapancham Yog 2025: দুর্গাপুজো ২০২৫র আগে থেকেই শুরু সুসময়! তাবড় যোগে ধনু সহ কতগুলি রাশি লাকি?)