বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Surya and Mangal Yuti Astrology: হাতে আসবে প্রচুর টাকা, সূর্য ও মঙ্গলের যুতিতে কোন ৪ রাশির ভাগ্য চমকাবে?
পরবর্তী খবর
Surya and Mangal Yuti Astrology: হাতে আসবে প্রচুর টাকা, সূর্য ও মঙ্গলের যুতিতে কোন ৪ রাশির ভাগ্য চমকাবে?
1 মিনিটে পড়ুন Updated: 03 Jul 2023, 10:08 AM ISTAyan Das
Surya and Mangal Yuti Horoscope: জ্যোতিষশাস্ত্রে মঙ্গল এবং সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসেবে বিবেচনা করা হয়। সূর্যকে গ্রহের রাজা হিসেবে বিবেচনা করা হয়। সেই যুতির ফলে চারটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে।
সিংহ রাশিতে মঙ্গল এবং সূর্যের যুতি তৈরি হচ্ছে।
আগামী ১৭ অগস্ট থেকে সিংহ রাশিতে মঙ্গল এবং সূর্যের যুতি তৈরি হবে। সিংহ রাশিকে আবার সূর্যদেবের রাশি হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সিংহ রাশিতে গ্রহের সেনাপতি মঙ্গল এবং গ্রহের রাজা সূর্যের যুতির ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। আকস্মিক ধনলাভ হবে ওই রাশির জাতকদের। সূর্যের মতো চমকাবেই তাঁদের ভাগ্য। সিংহ রাশিতে সূর্য এবং মঙ্গলের যুতির ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, কাদের ভাগ্য চমকাবে, তা দেখে নিন -
মেষ রাশি- মঙ্গল এবং সূর্যের যুতিতে মেষ রাশির জাতকদের ভাগ্য চমকাবে। চাকরিতে বড় কোনও দায়িত্ব পাবেন। সেই দায়িত্ব পালন করতে পারলে কেরিয়ারের নিরিখে উন্নতি হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। অংশীদারিত্বের ব্যবসায় মুনাফা বাড়বে। বিয়ে নিয়ে কথাবার্তা চলবে। যাঁরা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন, তাঁদের সম্পর্ক আরও গভীর হবে। আপনার প্রতি মুগ্ধ হবেন জীবনসঙ্গী।
কর্কট রাশি- সূর্য এবং মঙ্গলের যুতির ফলে কর্কট রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। আকস্মিক অর্থলাভের ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। আয়ের নয়া পথও খুলে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। সেই আত্মবিশ্বাসে ভর করে চাকরিতে বড় কোনও পদক্ষেপ করবেন।