Shital Shashthi 2025: শীতল ষষ্ঠী ২০২৫ কবে পড়ছে? এই পুজোর রীতি, তিথি রইল
1 মিনিটে পড়ুন Updated: 30 Jan 2025, 09:00 PM ISTশীতল ষষ্ঠী ২০২৫র তিথি দেখে নিন। রইল জ্যোতিষমত।
শীতল ষষ্ঠী ২০২৫র তিথি দেখে নিন। রইল জ্যোতিষমত।
শীতলষষ্ঠী ২০২৫র তারিখ ঘিরে অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। এদিকে, সরস্বতী পুজোর তিথি ঘিরেও রয়েছে কৌতূহল। আর সরস্বতী পুজো পার করলেই পালিত হয় শীতল ষষ্ঠী। এই শীতলষষ্ঠী পুজোর বেশ কিছু রীতি রয়েছে। সঠিকভাবে সাজিয়ে বাড়িতে শীতলষষ্ঠীর পিঁড়ে পেতে পুজো দেওয়ার রীতি রয়েছে। কেমন সেই রীতি? তার আগে দেখে নেওয়া যাক শীতলষষ্ঠীর তিথি।
শীতল ষষ্ঠী ২০২৫:-
২০২৫ সালের শীতলষষ্ঠী পড়ছে ৩ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার। একটি মত বলছে, সেদিন সকাল ৬ টা ৫৪ মিনিটে তিথি পড়ছে। আর তা শেষ হবে ৩ ফেব্রুয়ারি, ভোররাত ৪ টে ৩৮ মিনিটে। আরেকটি মত বলছে, ৩ ফেব্রুয়ারি ,২০২৫ সকাল ১০ টা ৫৬ মিনিট থেকে তিথি শুরু হবে। তিথি শেষ হবে ৪ ফেব্রুয়ারি, দুপুর ১২ টা ৩৬ মিনিটে।