প্রতি বছর শরৎ ও চৈত্র মাসে মহাধুমধুাম সহকারে পালিত হয় শারদ নবরাত্রি। বাংলায় মায়ের পুজো শুরু হয় ষষ্ঠী থেকে। কিন্তু ভারতের অন্যান্য অংশে মা পূজিত হন তাঁর নয়টি রূপে। তাই নবদুর্গার পুজো নয়দিন ধরে হয়। তবে এই বছর নবরাত্রি দশদিন ধরে অনুষ্ঠিত হবে। কারণ একটি বিশেষ তিথি পঞ্জিকা মতে বেশি দিন স্থায়ী হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক, নবরাত্রির পুজো দশদিন ধরে হওয়া শুভ না অশুভ? কী প্রভাব পড়ে এর ফলে।
শারদ নবরাত্রি ২০২৫-র প্রতিপদ কবে শুরু
২০২৫ সালের শারদ নবরাত্রির প্রতিপদ তিথি ২২ সেপ্টেম্বর সোমবার শুরু ও মঙ্গলবার শেষ। এই দিনই দেবী দুর্গার পুজো এবং ঘটস্থাপন করা হবে। তিথি শুরু দুপুর ১ টা ২৩ মিনিটে। তিথি শেষ ২৩ সেপ্টেম্বর দুপুর ২ টো ৫৫ মিনিটে।
আরও পড়ুন - শত্রুও আটকাতে পারবে না প্রোমোশন! অফিস ডেস্কে রাখুন ৩ জিনিস, জানাচ্ছে ফেং শুই
কেন এই বছর নবরাত্রি ৯ দিনের বেশি?
সাধারণত নবরাত্রি নয় দিন ধরে পালিত হয়। কিন্তু এই বছর, জ্যোতিষমতে তিথির হ্রাস-বৃদ্ধির কারণে নবরাত্রির দিনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পঞ্জিকা অনুসারে, এবার চতুর্থী তিথি দু'দিন ধরে থাকবে, যার ফলে নবরাত্রি ৯ দিনের বদলে ১০ দিন ধরে পালিত হবে।
আরও পড়ুন - ব্রিটিশ বিরোধী স্বদেশিয়ানার প্রতীক! বাংলার জয়গাথা হয়ে উঠেছিল মায়ের এই ব্রত