আসন্ন সময়ে শতভিষা নক্ষত্রে ৩০ বছর পর প্রবেশ করথেন শনিদেব। জ্যোতিষ মতে এই সময়ে রাহুর সঙ্গে মিত্রতা হতে শুরু করবে শনিদেবের। এই কারণে শনিদেবের নক্ষত্র পরিবর্তনের প্রভাবে বহু রাশি হবে লাভবান। ধন দৌলত ও আর্থিক উন্নতির যোগ কোন কোন রাশির উপর পড়বে দেখে নেওয়া যাক।