বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনিদেব অন্যান্য গ্রহদের তুলনায় অনেকটাই আলাদা। তিনি জাতক জাতিকাকে কর্মের ভিত্তিতে দণ্ড দান করেন। শনিদেব এক এক জাতক জাতিকার জন্ম কুুণ্ডলীতে যে ভাবে অবস্থান করেন, সেভাবেই ফল দেন। উল্লেখ্য, শনিদেব এই সময় মীন রাশিতে বিরাজান থাকবেন। মীন রাশিতে শনিদেব ২০২৭ সাল পর্যন্ত থাকবেন। শনির এই অবস্থানের ফলে কোনও না কোনও গ্রহের সঙ্গে সংযোগ হবে। যার ফলে ৬ জুলাই থেকে তৈরি হবে ত্রিএকাদশ যোগ। সেই দিন শনি ও শুক্র লাভদৃষ্টিতে থাকবেন। তার ফলে তৈরি হবে ওই যোগ। কারা কারা লাকি? দেখে নিন।
বৃষ
এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে লাভ পেতে পারেন। এই রাশির লগ্নভাবে শুক্র আর একাদশ ভাবে শনিদেব বিরাজমান রয়েছেন। প্রতিটি রাশির জাতক জাতিকা এই সময় অপার সাফল্য পাবেন। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা সমস্যা এবার মিটবে। এই সময় শিল্প আর সাহিত্যের সঙ্গে জড়িত বিদ্যার্থীদের দারুণ লাভ হবে। জীবনে বহুদিন পর সব কিছু ঠিকঠাক দিকে চলতে শুরু করতে পারে! নেতিবাচক ভাবনা দূর হবে। যোগ রয়েছে সম্পদ প্রাপ্তির। ব্যবসায় লাভ পাবেন। দীর্ঘ দূরত্বে আপনি যাত্রা করার ফলে পেতে পারেন লাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। টাকা পয়সার কমতি থেকে মুক্তি মিলবে।
কর্কট
কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারেন। জীবনে নানান সমস্যা এই সময় শেষ হবে। আপনি কোনও দিক থেকে বিশেষ লাভ পেতে পারেন। চাকরিতে চলা সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। কোথাও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আমদানি বাড়বে। অনেক ধরনের ইচ্ছা পূরণ হতে পারে অই সময়। শেয়ার বাজারে বিনিয়োগ থেকে লাভ পাবেন।
(‘টেস্ট ক্রিকেটে জলদি আউট হলেই..’,রাজকীয় ২৬৯র দিনে ভাইরাল গিলের ছোটবেলার ভিডিয়ো )
তুলা
এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব ও শুক্রদেবের তৈরি ত্রিএকাদশ যোগ খুবই কার্যকরী প্রমাণিত হবে। এই সময় ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন আপনারা। আলস্য ঝেড়ে ফেলে এবার মাথা উঁচু করে এগোনোর সময় এসেছে। চাকরি ক্ষেত্রে যদি আপনার দ্বারা পরিশ্রম করা হয়, তাহলে আপনি পাবেন বিপুল লাভ। কার্যক্ষেত্রে আপনার পরিস্থিতি খুবই মজবুত হবে। আপনার বিরোধীরা সরে যাবেন। শারীরিক সমস্যা থেকে পাবেন মুক্তি।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )