বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Shani Rahu Yuti Astrology: মার্চেই শনি, রাহু তৈরি করছে যুতি! কপাল খুলতে পারে ৩ রাশির, প্রমোশন, বেতন বৃদ্ধির যোগ কাদের?
পরবর্তী খবর
Shani Rahu Yuti Astrology: মার্চেই শনি, রাহু তৈরি করছে যুতি! কপাল খুলতে পারে ৩ রাশির, প্রমোশন, বেতন বৃদ্ধির যোগ কাদের?
বর্তমানে মীন রাশিতে সঞ্চরণ করছেন রাহু। আর আসন্ন ২৯ মার্চ এই মীন রাশিতে শনিদেবও প্রবেশ করে যাবেন। আর তাতেই তৈরি হবে এই যুতি।
শনিদেব ও রাহুর যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে শনিদেব আর রাহুর গুরুত্ব জাতক জাতিকা ও সমাজ জীবনে পড়তে থাকে। বর্তমানে মীন রাশিতে সঞ্চরণ করছেন রাহু। আর আসন্ন ২৯ মার্চ এই মীন রাশিতে শনিদেবও প্রবেশ করে যাবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভের মুখ দেখতে পারেন। এই দুই গ্রহের যুতিতে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। কারা সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন, দেখা যাক।
মিথুন
রাহু আর শনিগ্রহের সংযোগ আপনাদের জন্য খুবই লাভদায়ক। এই যুতি আপনার রাশিতে কর্মভাবে তৈরি হয়। আপনার কাজের দিক থেকে উন্নতির রাস্তা প্রশস্ত হবে। চাকরিরতদের প্রমোশনের যোগ তৈরি হবে। চাকরিতে প্রমোশন আর বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। শিক্ষা আর কেরিয়ারের দিক থেকে উন্নতির রাস্তা তৈরি হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের ভালো ধনসম্পত্তির রাস্তা তৈরি হবে। ব্যবসায়ীদের ব্যবসা প্রসারতা লাভ করতে পারে। ফলে সময় ভালো কাটবে।