বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে শনিদেব আর রাহুর গুরুত্ব জাতক জাতিকা ও সমাজ জীবনে পড়তে থাকে। বর্তমানে মীন রাশিতে সঞ্চরণ করছেন রাহু। আর আসন্ন ২৯ মার্চ এই মীন রাশিতে শনিদেবও প্রবেশ করে যাবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভের মুখ দেখতে পারেন। এই দুই গ্রহের যুতিতে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। কারা সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন, দেখা যাক।
মিথুন
রাহু আর শনিগ্রহের সংযোগ আপনাদের জন্য খুবই লাভদায়ক। এই যুতি আপনার রাশিতে কর্মভাবে তৈরি হয়। আপনার কাজের দিক থেকে উন্নতির রাস্তা প্রশস্ত হবে। চাকরিরতদের প্রমোশনের যোগ তৈরি হবে। চাকরিতে প্রমোশন আর বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। শিক্ষা আর কেরিয়ারের দিক থেকে উন্নতির রাস্তা তৈরি হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের ভালো ধনসম্পত্তির রাস্তা তৈরি হবে। ব্যবসায়ীদের ব্যবসা প্রসারতা লাভ করতে পারে। ফলে সময় ভালো কাটবে।
( Pakistan Army on Train Hijack: ‘আফগানিস্তানে মাস্টারমাইন্ডদের সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগ ছিল জঙ্গিদের,’ দাবি পাক সেনার)
( India Pakistan: ‘গ্লোবাল সন্ত্রাসের কেন্দ্র কোথায় গোটা বিশ্ব জানে’, পাকিস্তান আঙুল তুলতেই ইসলামাবাদকে ধুয়ে দিল দিল্লি)
( ‘ডাকু’ নির্ভয় গুজ্জর মুখোমুখি হন ASI কর্তা! চম্বলের হাজার বছর পুরনো এই মন্দির পুনরুদ্ধারে ঘটেছিল হাড়হিম করা কাণ্ড)