বৃশ্চিক রাশি
জীবনের একাধিক ক্ষেত্রে আজ দিন মোটামুটি কাটবে। তবে কয়েকটি ক্ষেত্রে বাজে খবর পেতে পারেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক হতে পারে। তাতে সমস্যা বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের।
সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয়ে খারাপ খবর পাওয়ার সম্ভাবনা আছে। এমন কোনও সমস্যার মুখে পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতকরা, আগে যে সমস্যার মুখোমুখি হতে হয়নি। বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। সেটা যদি সম্পত্তির ক্ষেত্রে বিনিয়োগ, তাহলে ভুলেও আজ বিনিয়োগ করবেন না। তাতে বড়সড় লোকসানের মুখে পড়তে পারেন।
আরও পড়ুন: Ambubachi 2022: রবিবার পর্যন্ত চলবে অম্বুবাচী, এর মধ্যে ভুলেও কোন কাজগুলি করবেন না
তবে সব বিষয় যে খারাপ হবে, তেমনটা নয়। প্রেমজীবন এবং স্বাস্থ্যের দিক থেকে দারুণ কাটবে। সেইসঙ্গে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। পেশাদারি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারেন। দীর্ঘদিন যে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন, তা আজ করতে পারেন। চাকরির ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে।