বছরে একবার আসে জন্মাষ্টমীর উৎসব যা সর্বত্র দেখা যায়। জন্মাষ্টমীর দিনে বাল গোপালের জন্ম। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এ বছর জন্মাষ্টমী পালিত হবে ৬ সেপ্টেম্বর। একই সঙ্গে বৈষ্ণব ধর্মের অনুসারীরা ৭ সেপ্টেম্বর এই উৎসব পালন করবে। ধর্মগ্রন্থ অনুসারে, দ্বাপর যুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রী কৃষ্ণ অবতারণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণের জন্মবার্ষিকী অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হয়। পরদিন পালিত হয় দহি হান্ডি উৎসব। এবার ৭ সেপ্টেম্বর পালিত হবে দহিহান্ডি।অষ্টমী তিথি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকাল ৩ টে ৩৭ মিনিটের পর। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার অষ্টমী তিথি হবে উদয় তিথি। রোহিণী নক্ষত্র শুরু হবে ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা ২০ মিনিট থেকে। রোহিণী নক্ষত্র ও অষ্টমী তিথি থাকবে শুধুমাত্র ৬ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর সকাল ১০ টা ২৫ মিনিট পর্যন্ত। জন্মাষ্টমীর শুভ উপলক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার পাশাপাশি কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে দারুন উপকার পাওয়া যায়। কৃষ্ণ জন্মাষ্টমীতে পুজোর সময় শ্রী কৃষ্ণ শতনামাবলি স্তোত্র পাঠ করতে ভুলবেন না। এই স্তোত্র পাঠ করে বাল গোপাল প্রসন্ন হন। সেই সঙ্গে জীবনের সকল ঝামেলা দূর হয়ে যায়।শ্রীকৃষ্ণ শতনামাাবলী স্তোত্রজয় জয় গোবিন্দ গোপল গদাধর।কৃষ্ণচন্দ্র কর কৃপা করুনা সাগর।।জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি।শ্রীরাধার প্রাণধণ মুকুন্দ মুরারী।।হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে।বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।।দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে।না ভজিনু রাধাকৃষ্ণ চরণারবিন্দে।।কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু।মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু।।ফলরূপে পুত্র-কণ্যা ডাল ভাঙি পড়ে।কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে।।যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে।মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে।।বাসুদেব রাখি এলো নন্দের মন্দিরে।নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে।।শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন। ১যশোদা রিখিল নাম যাদু বাছাদন।। ২উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। ৩ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।। ৪সুবল রাখিল নাম ঠাকুর কানাই। ৫শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।।৬ননীচোরা নাম রাখে যতেক গোপিনী। ৭কালোসোনা নাম রাখে রাধা-বিনোদীনি।। ৮কুব্জা রাখিল নাম পতিত-পবন হরি। ৯চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।। ১০অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। ১১কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।। ১২কণ্বমুনি নাম রাখে দেব চক্রপাণি।১৩বনমালি নাম রাখে বনের হরিণী।।১৪গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন। ১৫অজামিল নাম রাখে দেব নারায়ণ।। ১৬পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ। ১৭দ্রৌপদি রাখিল নাম দেব দীনবন্ধু।।১৮সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।১৯ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর।২১পশুপতি নাম রাখে গরুড় মহাবীর। ২২যুধিষ্টির নাম রাখে দেব যদুবর। ২৩বিদূর রাখিল নাম কাঙ্গাল-ঈশ্বর।।২৪বাসুকি রাখিল নাম দেব সৃষ্ঠি-স্থিতি।২৫ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।। ২৬নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।২৭ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মীনারায়ন।২৮সত্যভামা নাম রাখে সত্যের সারথি।২৯জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।।৩০বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।৩১অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।।৩২ভৃগুমুণি নাম রাখে জগতের হরি।৩৩পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারি।।৩৪কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।৩৫প্রল্হাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।। ৩৬বশিষ্ট রাখিল নাম মুণী-মনোহর।৩৭বিশ্বাবসু নাম রাখে নব জলধর।।৩৮সম্বর্ত্তক নাম রাখে গোবদ্ধনধারী।৩৯প্রাণপতি নাম রাখে যত ব্রজনরী।।৪০অদিতি রাখিল নাম অরাতি-সূদন।৪১গদাধর নাম রাখে যমল-অর্জুন।।৪২মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল।৪৩দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।।৪৪বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি।৪৫বিরজা রাখিল নাম যমুনার পতি।।৪৬বাণীপতি নাম রাখে গুরু বৃহষ্পতি।৪৭লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।।৪৮সান্দিপনি নাম রাখে দেব অন্তর্যামী।৪৯পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী।।৫০পদ্মযোণী নাম রাখে অনাদির আদি।৫১নট-নারায়ণ নাম রাখিল সম্বাদি।।৫২হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।৫৩ললিতা রাখিল নাম দূর্ব্বাদল শ্যাম।।৫৪বিশাখা রাখিল নাম অঙ্গদ-মোহন।৫৫সুচিত্রা রাখিল নাম শ্রী বংশী বদন।।৫৬আয়ান রাখিল নাম ক্রোধ-নিবারণ।৫৭চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।।৫৮জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।৫৯গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।।৬০ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।৬১দুর্ব্বাসা নাম রাখেন অনাথের নাথ।।৬২রাসেশ্বর নাম রাখে যতেক মালিণী।৬৩সর্ব্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবাণী।। ৬৪উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।৬৫অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।।৬৬কুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।৬৭সর্ব্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস।।৬৮অষ্টসখী নাম রাখে ব্রজেশ্বর ঈশ্বর।৬৯সুরলোকে নাম রাখে অখিলের সার।।৭০বৃষভানু নাম রাখে পরম-ঈশ্বর।৭১স্বর্গবাসী নাম রাখে সর্ব্ব পরাৎপর।।৭২পুলোমা রাখেন নাম অনাথের সখা।৭৩রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।।৭৪চিত্ররথ নাম রাখে অরাতি-দমন।৭৫পুলস্থ রাখিল নাম নয়ন-রঞ্জন।।৭৬কাশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।৭৭ভান্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।।৭৮সুমালী নাম রাখে পুরুষ প্রধান।৭৯পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।।৮০রজকিণী নাম রাখে নন্দের দুলাল।৮১আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।।৮২দেবকী রাখিল নাম নয়নের মণি।৮৩জ্যোতির্ময়ী নাম রাখে যাজ্ঞবল্ক্যমুণি।।৮৪অত্রিমুণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর।৮৫গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।।৮৬মরিচী রাখিল নাম অচিন্ত্য অচ্যূত।৮৭জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদি সুত।।৮৮রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।৮৯বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল।। ৯০সিদ্ধগন নাম রাখে পুতনা-নাশন।৯১সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।।৯২ভাগুরি রাখিল নাম অগতির গতি।৯৩মৎসগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।৯৪শুক্রাচার্য্য নাম রাখে অখিল-বান্ধব।৯৫বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।৯৬যদুগণ নাম রাখে যদুকুলপতি।৯৭অশ্বিণীকুমার নাম রাখে সৃষ্ঠি-স্থিতি।।৯৮অর্য্যমা রাখিল নাম কাল নিবারণ।৯৯সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।১০০পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী।১০১ত্রিভঙ্গ রাখিল নাম যত সহকারী।১০২বঙ্কুচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।১০৩মাধুরী রাখিল নাম গোপী মনোহারী।১০৪মঞ্জুমালী নাম রাখে অভীষ্টপূরণ।১০৫কুটিলা রাখিল নাম মদনমোহন।।১০৬মঞ্জরী রাখিল নাম কর্মবন্ধ-নাশ।১০৭ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ।১০৮