Sarva pitru amavasya 2023 date: সর্ব পিতৃ অমাবস্যায় ঘটছে বিরল সংযোগ, কী ভাবে করবেন শ্রাদ্ধ ও তর্পণ? জেনে নিন Updated: 05 Oct 2023, 09:00 PM IST Anamika Mitra Sarva pitru amavasya 2023 date: আশ্বিন মাসের অমাবস্যাকে সর্ব পিতৃ অমাবস্যা বলা হয়। যদি কেউ তার পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ না জানে, তবে সর্ব পিতৃ অমাবস্যার দিনে তাদের শ্রাদ্ধ করা যেতে পারে। আসুন জেনে নিই সর্ব পিতৃ অমাবস্যার সঠিক সময়সূচী।