২০২৫ সালের রাখি পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে। রাত পোহালেই ৯ অগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা। চলতি বছরে ৯ অগস্ট রয়েছে রাখি পূর্ণিমা। হিন্দুধর্মে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা। ভাই ও বোনের মধ্যে বিশেষ সম্পর্কক উদযাপন করে এই বিশেষ দিনটি পালিত হয়। দেশের নানান প্রান্তে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয়। এই দিনে ভাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় রাখি।
উল্লেখ্য, এই রাখি পূর্ণিমার দিনে শেষ হয় রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা। ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমা পালিত হয়। চলতি বছরে এই তিথিতে রয়েছে শ্রাবণী নক্ষত্র, সর্বার্থ সিদ্ধি যোগ। এই রাখি পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। মনে করা হয় এই দিন এমন পুজো করেল, মনের সব ইচ্ছা পূরণ হয়।
রাখি পূর্ণিমা ২০২৫র তিথি:-
চলতি বছরে রাখি পূর্ণিমা পড়ে গিয়েছে আজ ৮ অগস্ট ২০২৫এ। আজ শুক্রবার শ্রাবণ পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে দুপুর ১ টা ৫৫ মিনিট ২৫ সেকেন্ডে। আর তিথি শেষ হবে ৯ অগস্ট। ২০২৫ সালের ৯ অগস্ট তিথি শেষ হবে বেলা ১ টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ডে।
রাখি পরানোর শুভ সময়:-
আসুন জেনে নিই রাখি বন্ধনের শুভ সময়, রাখি বাঁধার পদ্ধতি এবং মন্ত্র- শুভ যোগগুলি। এই রাখি বন্ধন, ধনিষ্ঠ নক্ষত্র, সৌভাগ্য এবং শোভন যোগের শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে।
৯ আগস্ট রাখি বন্ধনের জন্য সর্বোত্তম সময় কী হবে:
পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর রাখি বাঁধার শুভ সময় হল ৯ আগস্ট শনিবার ভোর ৫:৪৭ থেকে দুপুর ১:২৪ পর্যন্ত। এই দিনে অভিজিৎ মুহুর্ত হল দুপুর ১২:০০ থেকে দুপুর ১২:৫৩ পর্যন্ত। রাখি পরানোর নিয়ম অনুসারে ভাইকে ডানহাতে পরানোর রীতি রয়েছে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )