মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে পড়বে রাহু। আর কেতু তুলা রাশি থেকে বেরিয়ে পড়বে কন্যা রাশিতে। এই ঘটনা ঘটবে অক্টোবরেই। তার প্রভাব সব রাশিতেই পড়বে। তবে তিনটি বিশেষ রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। দেখে নেওয়া যাক, কোন তিনটি রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।