New Year 2023 Vastu tips: নতুন বছরে অর্থভাগ্যে মা লক্ষ্মীর কৃপা পেতে সন্ধ্যেবেলা এই কাজ ভুলেও করবেন না! রইল টিপস Updated: 31 Dec 2022, 01:42 PM IST Sritama Mitra হিন্দুশাস্ত্র মতে, দান করা অত্যন্ত সুখদায়ী বিষয়। তবে,সন্ধ্যে নাগাদ কিছু জিনিস দান করলে তা সংসারে অশুভ প্রভাব ফেলতে পারে। এতে লক্ষ্মীর গৃহে আগমনের থেকে বেশি লক্ষ্মী মুখ ফিরিয়ে নেন বলে বিশ্বাস রয়েছে। দেখে নেওয়া যাক, সন্ধ্যেবেলা কী কী দান করা ঠিক নয়।