বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির গুরুত্ব অপরিসীম। দেবগুরু বৃহস্পতি বহু রাশির জাতক জাতিকার জীবনে নানান পরিবর্তন এনেছেন। এদিকে আসন্ন সময়ে তাঁর ফের চাল বদল হতে চলেছে। গুরু বৃহস্পতি যদি কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি তৈরি করে নেয়, তাহলে তার শুভ-অশুভ প্রভাব থেকেই যায়। আসন্ন সময়ে চন্দ্রের সঙ্গে দেবগুরু বৃহস্পতি তৈরি করতে চলেছেন গজকেশরী রাজযোগ। তারফলে বহু রাশি পেতে পারেন লাভ। এই গজকেশরী রাজযোগ থাকছে ৫৪ ঘণ্টা।
বৃষ
তোমার রাশিচক্রের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন-সম্পদের ঘরে বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ গজকেশরী যোগ তৈরি করবে। এমন পরিস্থিতিতে, এই রাশিচক্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা আরও ভালো হবে। আর্থিক লাভের জন্য ভালো সুযোগ আসবে। পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন।
( দেশ জুড়ে ‘বয়কট টার্কি’ রব! তুরস্ককে ধাক্কা দিতে এবার ময়দানে ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া’ও)
মিথুন
আপনার জন্য, বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ অষ্টম ঘরে থাকবে। যার কারণে আপনার আকস্মিক সুবিধা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজগুলি গতি পাবে। চাকরিতে বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ আসবে। আপনি ভালো খবর শুনতে পাবেন।
( পাকিস্তানের ‘ভ্রাতৃপ্রতিম’ তুরস্কের কাছে ট্রাম্পের দেশ বেচছে এই তাবড় যুদ্ধাস্ত্র! কত মিলিয়নের ডিল?)
( বিশ্বের এই দেশটিতে নিষিদ্ধ হয়ে গিয়েছে দাবা খেলা! কেন জানেন?)
( মাওবাদী অপারেশনে ২০০ বার মৌমাছির দংশন সহ্য করেছে CRPFর 'স্নিফার ডগ' রোলো! শেষে ঘটল…)
( উত্তরভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদে কবে যাচ্ছেন শনিদেব! বৃষ সহ কাদের কপাল খুলবে?)
কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। কর্মজীবন এবং ব্যবসায় ভালো অবস্থান অর্জনের সম্ভাবনা থাকবে। আপনার রাশিচক্রের পঞ্চম ঘরে গজকেশরী রাজযোগ গঠিত হয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
কবে রয়েছে গজকেশরী যোগ?
দেবগুরু বৃহস্পতি ১৪ মে ২০২৫ তারিখে বৃষ রাশিতে তার যাত্রা শেষ করবেন এবং বুধ রাশির মালিকানাধীন মিথুন রাশিতে প্রবেশ করবেন। ২৮শে মে, চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এর সাথে সাথে গজকেশরী রাজযোগ তৈরি হবে। এই রাজযোগ ৩০শে মে পর্যন্ত চলবে।