২৮ জুলাই ২০২৫ রাতে গ্রহদের সেনাপতি মঙ্গল প্রবেশ করতে চলেছেন কন্যা রাশিতে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা কারা হবেন লাকি, তার হদিশ দিচ্ছে রাশিফল। উৎসাহ, সাহস , সংঘর্ষের প্রতীক মনে করা হয় মঙ্গলকে। যাঁদের কোষ্ঠীতে মঙ্গল দুর্বল , তাঁদের স্বাস্থ্য, সম্পর্ক আর ধন সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা থাকে বলে মনে করা হয়। সেই মঙ্গলগ্রহই এবার গোচর করতে চলেছেন, জুলাই মাসের শেষলগ্নে। কারা লাকি? দেখে নিন।
মেষ
এই গোচরের সময়কালে মেষ রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে পাবে লাভ। মেষ রাশির স্বামী গ্রহ মঙ্গল। আর তিনি এবার চাকরি, সাহস, রোগ, ঋণের ঘরে বসে মেষ রাশির জাতক জাতিকাদের সুখের সময় এনে দেবেন। কেরিয়ারের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। শত্রুতে ছাপিয়ে যেতে পারেন এই সময়। কোনও পুরনো ঋণ শোধ হতে পারে। দীর্ঘ সময় ধরে চলা স্বাস্থ্যগত সমস্যা মিটে যেতে পারে। প্রতিযোগিতা পরীক্ষায় পেতে পারেন লাভ।
কর্কট
বিভিন্ন কাজে আপনার উৎসাহ বাড়তে পারে। অনেক ক্ষেত্রে আপনার সংযোগ আগের থেকে ভালো হতে পারে। নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখবেন। শনি ও মঙ্গলের অবস্থানের নিরিখে আপনার প্রযুক্তিগত কোনও দক্ষতা সকলের মন ছুঁতে পারে।
( Gajalakshmi raj yog: শুক্র, বৃহস্পতির খেলায় অর্থ, মান, যশে তুঙ্গে থাকবে সময়! আসছে রাজযোগ, লাকি কারা?)
বৃশ্চিক
বিভিন্ন দিক থেকে এই সময় লাভ আসতে পারে। ধন সম্পত্তি আর পদও লাভ হতে পারে এই সময়। যে কাদের জন্য এখনও পর্যন্ত আপনি কোনও খ্যাতি পাচ্ছিলেন না, সেই কাজের ক্ষেত্রে এবার সাফল্য় পাবেন। প্রেমের দিক থেকে ভালো কিছু পেতে পারেন। সন্তানকে নিয়ে যে চিন্তা ছিল, তা এবার কেটে যাবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)