বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে ৩০ নভেম্বর শুক্র নিজের স্বরাশি তুলায় প্রবেশ করে মালব্য যোগ তৈরি করতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। তবে ৩ টি রাশিতে এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে। দেখা যাক, কোন ৩ টি রাশিতে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।