Maha Kumbh 2025: মহাকুম্ভ ২০২৫ কবে থেকে শুরু? মাঝে পড়ছে বহু শুভ তিথি, রইল পূণ্যস্নানের তারিখ
1 মিনিটে পড়ুন Updated: 02 Dec 2024, 03:06 PM ISTএই মহাকুম্ভের সময় এই সঙ্গমের জলে স্নান করলে পূণ্যপ্রাপ্তি হয় ও পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়।
এই মহাকুম্ভের সময় এই সঙ্গমের জলে স্নান করলে পূণ্যপ্রাপ্তি হয় ও পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়।
হিন্দুধর্মে কুম্ভের গুরুত্ব আলাদা। মহাকুম্ভ ঘিরেও আলাদা মাহাত্ম্য রয়েছে। আসন্ন সময়ে মহাকুম্ভ ঘিরে উৎসাহ উদ্দীপনা বেড়েছে, কারণ আসছে মহাকুম্ভ। উত্তর প্রদেশের প্রয়াগে এই মেলা আয়োজিত হতে চলেছে। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পালিত হয় মহাকুম্ভ। এই মহাকুম্ভের সময় এই সঙ্গমের জলে স্নান করলে পূণ্যপ্রাপ্তি হয় ও পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। এই মহাকুম্ভের স্নানেই ফেরে মোক্ষ। অনেকেই এক কুম্ভের স্নানকে শাহি স্নান বলে সম্বোধন করেন। নদীর তীরে পালিত হয় নানান ধর্মীয় আচার।
আসন্ন বছরে মহাকুম্ভ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি ২০২৫ থেকে। সেদিন পৌষ পূর্ণিমার স্নানের দিনে এই মহাকুম্ভের শুরু। আর তারপরই ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে এই মহাকুম্ভ শেষ হতে চলেছে। এই মহাকুম্ভের শেষের সময়ই পড়ছে মাহশিবরাত্রি।
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে পড়ছে মৌনি অমাবস্যা। ১৪ জানুয়ারি পড়ছে মকর সংক্রান্তি। ১৯ জানুয়ারি পড়ছে মৌনী অমাবস্যা। ৩ ফেব্রুয়ারি পড়ছে বসন্ত পঞ্চমী। আর এই মহাকুম্ভ মেলা উত্তর প্রদেশের প্রয়াগরাজের সঙ্গমে আয়োজিত হবে।
পৌষ পূর্ণিমা:- ১৩ জানুয়ারি, ২০২৫।
মকর সংক্রান্তি:- প্রথম শাহি স্নান, ২০২৫, ১৪ জানুয়ারি।
মৌনী অমাবস্যা:- দ্বিতীয় শাহি স্নান, ২০২৫ সালের ২৯ জানুয়ারি।
বসন্ত পঞ্চমী:- ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি।
মাঘী পূর্ণিমা:- ২০২৫ সালের ১২ জানুয়ারি।
মহাশিবরাত্রি:- ফেব্রুয়ারি ২৬, ২০২৫।
হরিদ্বার:-সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকার সময় এটি কুম্ভ মেলার আয়োজন করে।
প্রয়াগরাজ: সূর্য মকর রাশিতে থাকাকালীন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়।
নাসিক:সূর্য ও বৃহস্পতি যখন রাশিচক্রে থাকে তখন মহা কুম্ভ মেলা হয় নাসিকে।
উজ্জয়িনী: এটি মহাকুম্ভ দ্বারা আয়োজিত হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে এবং সূর্য মেষ রাশিতে থাকে।