জ্যোতিষ শাস্ত্রে কেতুকে ছায়া গ্রহ বলা হয়। ২ জুন অনুরাধা নক্ষত্রে প্রবেশ করেছে কেতু। জ্যোতিষ গণনা অনুযায়ী অনুরাধায় কেতুর প্রবেশের ফলে কিছু রাশি শুভ ফল লাভ করবে, আবার কিছু রাশি সমস্যার মুখে পড়তে পারে। এই রাশির জাতকদের আর্থিক লাভ হতে পারে। জানুন কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলবে কেতুর অনুরাধায় প্রবেশ—মেষকেতুর অনুরাধায় প্রবেশ এই রাশির জাতকদের জন্য খুব একটা শুভ নয়।কাজে বাধা আসতে পারে।স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন।এ সময় নিজের বিশেষ যত্ন নিন।বৃষশুভ ফলাফল লাভ করতে পারবেন।দাম্পত্য জীবন আনন্দে ভরে থাকবে।মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠা বাড়বে।আর্থিক পক্ষ মজবুত হবে।স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।মিথুনজীবনে ওঠা-নামা থাকবে।স্বাস্থ্যের যত্ন নিন।আইনি মামলার রায় আপনার পক্ষে আসবে।প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময় ভালো।কর্কটসন্তানের কষ্ট হতে পারে।সাফল্যের জন্য অধিক পরিশ্রম হতে পারে।ভাগ্যের ভরসায় বসে থাকবেন না।শত্রু আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে।স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।সিংহমায়ের কষ্ট হতে পারে।সুখাভাব দেখা দেবে।সম্পত্তি কেনার ইচ্ছা থাকলে, তা পূরণ করতে পারেন।জীবনসঙ্গীর জন্য চ্যালেঞ্জপূর্ণ সময়। কর্মক্ষেত্রে ওঠা-নামা থাকবে।কন্যাকর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।নিজের প্রভাবে অন্যদের মধ্যে নিজের পরিচয় গড়ে তুলতে পারবেন।এর ফলে আর্থিক লাভ হতে পারে।বিরোধীদের ওপর জয়লাভের জন্য সবচেয়ে ভালো সময়।তুলাস্বাস্থ্যের যত্ন নিন।সম্পত্তি সংক্রান্ত মামলায় সাফল্য লাভ সম্ভব।সন্তানের তরফে লাভ হতে পারে।সুসংবাদ পেতে পারেন।কর্মক্ষেত্রে পরিশ্রম করলে সাফল্য লাভ করবেন।বৃশ্চিকমিশ্র ফলাফল লাভ করবেন।কথাবার্তার সময় সাবধানতা অবলম্বন করুন।স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।আর্থিক দিক দিয়েও চ্যালেঞ্জপূর্ণ সময়।কর্মক্ষেত্রে প্রচেষ্টার ফলে সাফল্য লাভ করবেন।ধনুঅধিক ব্যয় বাড়বে।দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হবেন। ব্যবসায় লগ্নির কথা চিন্তাভাবনা করে থাকলে সময় সময় অনুকূল।ব্যবসায় লাভ কমতে পারে।কাজের কারণে দূরের যাত্রা করতে হতে পারে।মকরভাগ্যের সঙ্গ পাবেন।আয় বৃদ্ধি হবে।বুদ্ধিমত্তা ও পরিশ্রমের জোরে বিরোধীদের ওপর প্রভাব বিস্তার করবেন।কোনও বিবাদে জয়ী হতে পারেন।আর্থিক লাভ হতে পারে।কুম্ভপরিস্থিতি খুব একটা সহজ নয়। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বেন।অফিসে বিরোধীরা আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারেন। তাঁদের কুচক্রে পা দেবেন না।স্বাস্থ্যের যত্ন নিন।মীনকেতুর প্রভাবে মিশ্র ফল লাভ করবেন।আয় বাড়বে।তবে আয়ের পাশাপাশি ব্যয় বাড়বে।বাবা অসুস্থ হয়ে পড়তে পারে। নিজের জীবনসঙ্গীর জন্য সময় বার করুন এবং ঘুরতে যান। মান-সম্মান করতে পারে এমন কোনও কাজ করবেন না।