বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Kaushiki Amavasya 2025: মায়ের বড় প্রিয়! কৌশিকী অমাবস্যায় মা তারার পুজোয় এই পদগুলি না রাখলেই নয়
পরবর্তী খবর
কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে মা তারার আরাধনা করলে সিদ্ধিলাভ হয় বলে বিশ্বাস করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, মায়ের আশীর্বাদ পেতে এবং মনের ইচ্ছে পূরণ করতে ভোগের তালিকায় কিছু বিশেষ পদ রাখা অপরিহার্য।
মায়ের প্রিয় পদ
- মিষ্টান্ন: যেকোনও ধরনের সাদা মিষ্টি, যেমন— নারকেল নাড়ু, ছানার সন্দেশ বা মিষ্টি, অথবা ক্ষীর এই ভোগে অবশ্যই থাকা উচিত। বলা হয়ে থাকে, দেবী মিষ্টি ভালোবাসেন।
আরও পড়ুন - সিংহে এন্ট্রির পরই কৃপার মেজাজে বুধ! ৫ রাশির বাম্পার অর্থলাভ, চুকে যাবে ধারদেনা
- ফল: পাঁচ রকমের ফল দেবীর ভোগে অর্পণ করা শুভ। বিশেষ করে কলা, আপেল, শসা, পেয়ারা এবং নারকেল রাখতে পারেন।
- ডাল-ভাত-সবজি: মা তারা সাধারণভাবে ডাল, ভাত এবং যেকোনও নিরামিষ সবজির ভোগ গ্রহণ করতে পছন্দ করেন। কোনও কোনও ক্ষেত্রে মা তারাকে আমিষ ভোগও দেওয়া হয়, তবে তা নির্ভর করে তান্ত্রিক সাধনা পদ্ধতির উপর। আমিষ ভোগ দিতে হলে তারাপীঠের মতো শোল মাছের ভোগ দেওয়া যেতে পারে।
- ক্ষীর বা পায়েশ: চালের পায়েশ অথবা যেকোনও ধরনের ক্ষীর মা তারার ভোগের জন্য খুবই উপযুক্ত।
আরও পড়ুন - চন্দ্রের গোচরে সোনায় সোহাগা ৪ রাশির! প্রেম জমে ক্ষীর হবে, অফিসে বাড়বে সুনাম