বুধবার ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রীতিমতো সুনামি পরিস্থিতি তৈরি হয়েছে। সুনামির কবলে পড়েছে জাপানের উত্তর দিকের দ্বীপ হোক্কাইডো এবং রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে। আর ঠিক এই ঘটনার পরেই জাপানি বাবা ভাঙ্গা তথা শিল্পী রিও তাতসুকির মাঙ্গা ভবিষ্যদ্বাণীর কথা ফিরে আসছে লোকমুখে।
কী বলেছিলেন জাপানি বাবা ভাঙ্গা?
১৯৯৯ সালে এমনই এক ভবিষ্যদ্বাণী করেছিলেন জাপানি বাবা ভাঙ্গা। রিও তাতসুকির মাঙ্গা ‘দ্য ফিউচার আই স’তে লেখা ছিল। ২০২৫ সালের ৫ তারিখ দক্ষিণ জাপানে একটি বড় দুর্যোগ হবে। কিন্তু ওই তারিখে ওই স্থানে না হলেও দুর্যোগটি হয়েছে।
কী বলছেন নেটিজেনরা?
অনেকের মতে, রিও তাতসুকির এই ভবিষ্যদ্বাণী কোনও নির্দিষ্ট তারিখের পরিবর্তে পুরো মাসের জন্য একটি সতর্কতা ছিল। জাপানি বাবা ভাঙ্গা বলার মাত্র ২৫ দিন এই ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হয়। শুধু তাই নয়, ভবিষ্যদ্বাণীতে যে যে ভয়াবহ দুর্যোগের কথা বলা হয়েছিল, সেই সব দুর্যোগের সঙ্গে মিল রয়েছে আজকের ভূমিকম্প ও সুনামির।
আরও পড়ুন - শনির নক্ষত্রে এন্ট্রি বুধের! ৩ রাশির জীবনে নামছে টাকার বৃষ্টি, মিটবে অশান্তি
দুর্যোগের ভয়াবহতাই প্রমাণ
ইতিমধ্যেই সোশাল মিডিয়া ছয়লাপ রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী। অনেকেই বলছেন, তারিখ একদম অক্ষরে অক্ষরে না মিললেই ভবিষ্যদ্বাণী যে সত্যি তা অস্বীকার করার উপায় নেই। দুর্যোগের ভয়াবহতাও স্পষ্ট করে দিচ্ছে কতটা সত্যি ছিল রিও তাতসুকির ওই ভবিষ্যদ্বাণী।
আরও পড়ুন - আর্দ্রায় প্রবেশ করছেন শুক্র! ৩ রাশির শত্রু নিকেশ চিরতরে, রয়েছে জমি কেনার সুযোগ
আগে থেকেই ছিল আশঙ্কা, বাতিল হচ্ছিল ফ্লাইট
প্রসঙ্গত, তার ভবিষ্যদ্বাণী ঘিরে নেটদুনিয়ায় বিশেষ করে জাপানি সোশ্যাল মিডিয়ায় একটা আশঙ্কা তৈরি হচ্ছিল জুনের শেষ থেকে। #July5Disaster-এর মতো হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল নেট দুনিয়ায়। শুধু তাই নয়, তাতসুকির ভবিষ্যদ্বাণীর জেরে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত হংকং থেকে জাপানে ফ্লাইট বুকিং ৮৩% কমে গিয়েছিল। জনসাধারণের মধ্যে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত মাসের শেষ দিকে এসে সত্যি হল জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী।