জন্মাষ্টমী ২০২৫ ঘিরে দেশের নানান প্রান্তে সাজো সাজো রব। ধর্মীয় বিশ্বাস অনুসারে কৃষ্ণপক্ষের ভাদ্রপদের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাবের তিথি রয়েছে। সেই তিথিকে স্মরণ করেই পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এই পুণ্যতিথিতে দেশের ইসকনের মন্দিরগুলি ছাড়াও, মথুরা, দ্বারকা থেকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে গোটা দিন মাতোয়ারা থাকেন ভক্তরা। দিকে দিকে ৫৬ ভোগ দিয়ে তাঁর বিশেষ পুজো পালিত হয়। এদিকে, তিথি বলছে, আজ ১৫ অগস্ট রাত থেকেই পড়ছে জন্মাষ্টমী পড়ছে। তবে জন্মাষ্টমী পালিত হবে ১৬ অগস্ট। দেখা যাক, এই বিশেষ উৎসবের তিথি।
জন্মাষ্টমী ২০২৫ তিথি:-
বিশুদ্ধ সিদ্ধান্তমতে জন্মাষ্টমীর অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে শুক্রবার ১৫ অগস্ট। আজ রাত অর্থাৎ আজ ১৫ অগস্ট রাতে ১১ টা ৫১ মিনিটে এই তিথি শুরু হচ্ছে। আর অষ্টমী তিথি শেষ হবে শনিবার ১৬ অগস্ট। অর্থাৎ আগামিকাল শনিবার ১৬ অগস্ট রাত ৯ টা ৩৫ মিনিটে তিথি শেষ হবে। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকামতে শ্রীকৃষ্ণজন্মাষ্টমী ২০২৫র অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে, আজ শুক্রবার ১৫ অগস্ট। আজ রাত ১ টা ১৬ মিনিট ৯ সেকেন্ডে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে। অষ্টমী তিথি শেষ হবে শনিবার ১৬ অগস্ট। পঞ্জিকা বলছে, আগামিকাল শনিবার ১৬ অগস্ট রাত ১০ টা ৪৮ মিনিট ৩ সেকেন্ডে অষ্টমী তিথি শেষ হচ্ছে।
( Mangal Blessing: ২০২৫ দুর্গাপুজোর মাসেই কপাল ফেরাবেন মঙ্গল! চাল বদলে কাদের করবেন কৃপা?)