বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Janmashtami 2025: জন্মাষ্টমীতে যেমন তেমন প্রদীপ জ্বালালে ভেস্তে যায় পুজো! কোন প্রদীপ জ্বালাবেন তবে?
পরবর্তী খবর
জন্মাষ্টমীর পুজো করার সময় কিছু রীতি কঠোরভাবে মেনে চলা উচিত। যেমন শ্রীকৃষ্ণের সামনে যেমন তেমন প্রদীপ জ্বালালে ভেস্তে যেতে পারে পুজো। পুজোর নিদান অনুযায়ী সবরকম ধাতুর প্রদীপ জ্বালানো যায় না শ্রীকৃষ্ণের সামনে।
কোন ধাতুর প্রদীপ জ্বালানো উচিত?
কৃষ্ণের পুজোর সময় মাটি বা তামা বা পিতলের প্রদীপ ব্যবহার করতে পারেন। এই তিনরকম দ্রব্যের নির্মিত প্রদীপে সলতে দিয়ে শিখা জ্বালালে পুজোর সবচেয়ে বেশি ফল পাওয়া যায় বলে মনে করা হয়। অন্যদিকে জন্মাষ্টমীর পুজোয় স্টিলের প্রদীপ ব্যবহার করা একেবারেই উচিত নয়। এতে পুজোর ফল অধরা থেকে যায়।
আরও পড়ুন - স্বামীর হাতে স্ত্রী বেঁধে দেন পবিত্র সুতো! রাখি পূর্ণিমার নেপথ্যে এই পুরাণকাহিনি
জন্মাষ্টমীর পুজোয় কী কী অবশ্যই করবেন?
- জন্মাষ্টমীর পুজোর সময় নাড়ুগোপালের কাছে ভোগ হিসেবে মাখন ও মিছরি উৎসর্গ করুন। নাড়ুগোপালের পুজোয় এই দুটো খাদ্যদ্রব্য কিন্তু বাধ্যতামূলক।
- জন্মাষ্টমীর দিন কৃষ্ণ ও বলরামের হাতে রাখি বেঁধে দেওয়া উচিত। এতে ভবিষ্যতে সমস্ত বিপদের হাত থেকে রেহাই পাওয়া যায়।
- জন্মাষ্টমীতে জলশঙ্খের মধ্যে সামান্য দুধ রাখার রীতি রয়েছে। গোকূলে বেড়ে ওঠা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হল মাখন, দুধ ও দুগ্ধজাত দ্রব্য।
- ময়ূরের পালক এই দিন অতি অবশ্যই কেনা উচিত। ময়ূরের পালক ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ থেকে যায়।
আরও পড়ুন - আলস্য প্রায়ই ঘিরে ধরে! সব কাজেই একটু ‘লেটলতিফ’ এইসব রাশির জাতক