বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Lunar Eclipse 2025 Date Time: ২০২৫ র প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে ১৪ মার্চ? পর পর শুভ যোগে সৌভাগ্য শুরু ৩ রাশির
পরবর্তী খবর
Lunar Eclipse 2025 Date Time: ২০২৫ র প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে ১৪ মার্চ? পর পর শুভ যোগে সৌভাগ্য শুরু ৩ রাশির
কোন কোন রাশি এই চন্দ্রগ্রহণ থেকে লাভের মুখ দেখবে, দেখে নেওয়া যাক। তার আগে দেখা যাক, ১৪ মার্চের চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে?
২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘিরে লাকি রাশি কারা, দেখে নিন।
দিকে দিকে ‘আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল’র রব! আর সেই দোলের দিনই পড়েছে ২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্রমতে, গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। এদিকে, হিন্দুশাস্ত্রমতে অন্যতম শুভ উৎসব দোল। সেই দিনে চন্দ্রগ্রহণ পড়ায় অনেকের মনেই রয়েছে প্রশ্ন। দোল পূর্ণিমার তিথি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর দোলে রঙের উদযাপনের দিন রয়েছে চন্দ্রগ্রহণ। জ্যোতিষমত বলছে, এই চন্দ্রগ্রহণ অনেকের ভাগ্যে শুভ ফল দিতে চলেছে। কোন কোন রাশি এই চন্দ্রগ্রহণ থেকে লাভের মুখ দেখবে, দেখে নেওয়া যাক। তার আগে দেখা যাক, ১৪ মার্চের চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে?
চন্দ্রগ্রহণের সময়কাল:-
ভারতীয় সময় অনুসারে, ১৪ মার্চ গ্রহণের উপছায়া স্পর্শ সকাল ৯ টা ২৬ মিনিটে। গ্রহণের স্পর্শ বা আরম্ভ সকাল ১০ টা ৩৯ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণের সমাপ্তি দুপুর ২ টো ১৮ মিনিটে। উপচ্ছায়া মোক্ষ ত্যাগ দুপুর ৩ টে ৩২ মিনিটে। পঞ্জিকামতে গ্রহণের স্থিতি ৩ ঘণ্টা ৩৯ মিনিট।
চন্দ্রগ্রহণের ফলে লাকি রাশি কারা?
এদিকে, চন্দ্রগ্রহণের ফলে শুক্রাদিত্য ও মালব্য যোগও তৈরি হবে। এই দুই রাজযোগ শুভ বলে প্রমাণিত হবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি, দেখে নিন।