শুক্রের রাশি হল বৃষ বা তুলা। চন্দ্র এবার তুলা রাশিতে অবস্থান করছে। অন্যদিকে বৃহস্পতির সঙ্গে তৈরি হয়েছে শুভ যোগ। এর ফলে পাঁচটি রাশি উপকার পেতে চলেছে আগামীদিনে। পাঁচটি রাশির মধ্যে রয়েছে শুক্রের নিজের রাশি। বাকিদের মধ্যে কারা ভাগ্যবান? দেখে নেওয়া যাক।
চন্দ্র শুক্রের রাশিতে অবস্থানের শুভ ফল
১. বৃষ রাশি: যেহেতু বৃষ রাশির অধিপতি স্বয়ং শুক্র, তাই চন্দ্রের এই রাশিতে অবস্থান বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়। মন শান্ত ও প্রফুল্ল থাকে। বিলাসিতা ও সুখ-সুবিধার জন্য অর্থ ব্যয় হতে পারে, তবে তা স্বস্তি দেয়। আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। ব্যক্তিত্বে এক ধরনের আভিজাত্য ও আকর্ষণ বাড়ে, যা অন্যদের প্রভাবিত করে।
২. কন্যা রাশি: কন্যা রাশির জন্য এই যোগ সম্পর্ক ও সৃজনশীলতার ক্ষেত্রে বিশেষ সুবিধা এনে দেয়। ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই অন্যদের সাথে সম্পর্ক দৃঢ় ও মধুর হয়। প্রেমের ক্ষেত্রে শুভ ফল মেলে। যদি কন্যা রাশির জাতক/জাতিকা কোনো সৃজনশীল, শৈল্পিক বা সৌন্দর্য সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকেন তবে তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা বাড়ে। জীবনযাত্রায় আরাম ও বিলাসিতা উপভোগের সুযোগ আসে।
৩. মকর রাশি: মকর রাশির জন্য এই যোগ কঠোর পরিশ্রমের ফল পেতে এবং সামাজিকভাবে মর্যাদা বাড়াতে সাহায্য করে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও স্বীকৃতি লাভ হয়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকে এবং জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ হয়। সমাজে আপনার মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন - অসুরের অত্যাচার থেকে জগৎ রক্ষার্থে কুমারী রূপে অবতীর্ণ হন মা, জানেন এই কাহিনি?
আরও পড়ুন - ষষ্ঠীতে মায়ের বোধনের আগে বিসর্জন দিন ৬ জিনিস, টাকার বৃষ্টি নামবে তারপরেই
৪. কর্কট রাশি: চন্দ্রের নিজ রাশিতে বা চন্দ্রের সাথে শুক্রের রাশিতে অবস্থান কর্কট রাশির জন্য মানসিক তৃপ্তি ও স্বাচ্ছন্দ্য নিয়ে আসে।মন শান্ত থাকে এবং অকারণ দুশ্চিন্তা দূর হয়। মায়ের কাছ থেকে স্নেহ লাভ এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হয়। ঘরোয়া পরিবেশে আনন্দ ও সুখের অনুভূতি বাড়ে। মানুষের সাথে খুব সহজে মানসিক সংযোগ স্থাপন করতে পারে।