শ্রাবণে গ্রহদের পরিস্থিতি বিশেষভাবে প্রভাবিত হয়েছে। আর বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে, শ্রাবণ পূর্ণিমায় গ্রহদের পরিস্থিতি বিশেষ এক অবস্থানে থাকবে। তারফলে তারফলে চন্দ্র, গুরু, শনি নিজের নিজের স্বরাশিতে দুর্লভ আর শক্তিশালী যোগ তৈরি করবেন। যারফলে এর মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে। শ্রাবণের পূর্ণিমা তিথি শনিবার ৯ অগস্ট, ২০২৫ সালে পড়ছে। আর সেদিনই রাখি বন্ধন উৎসব। এমন দিনে গুরুপুষ্য যোগ, শ্রাবণ নক্ষত্রের মতো দুর্লভ যোগ তৈরি হবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি?
বৃষ
এই সময়, কেরিয়ারে দীর্ঘদিন দিন ধরে চলা বাধা কেটে যেতে পারে। নতুন কোনও সুযোগ সামনে আসতে পারে। চাকরিরতদের কোনও বড় প্রজেক্টে সহায়তা মিলতে পারে। ব্যবসার সঙ্গে জড়িতরা এই সময় পাবেন লাভ। আর্থিক দিক থেকে এই সময় খুবই লাভদায়ক হবে। টাকা আসার যোগ তৈরি হতে চলেছে। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন, সম্পর্কে বিশ্বাস বাড়বে।
সিংহ
সিংহ রাশির জাতক জাতিকারা এই দুর্লভ সংযোগের ফলে নতুন উৎসাহ, সম্ভাবনা তৈরি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় বিস্তারের যোগ তৈরি হবে। অংশীদারি থেকে পেতে পারেন লাভ। চাকরিরতরা পাবেন উন্নতির সুযোগ। আর্থিক রূপ থেকে এই পরিস্থিতি মজবুত হতে পারে। আয় বাড়তে পারে।
( Virat Kohli New Look: উঁকি দিচ্ছে পাকা দাড়ি? লন্ডনে এ কোন বিরাট! ভাইরাল ছবি ঘিরে নেটপাড়া মশগুল)
( Sam Altman on Indian Market: আমেরিকাকে টক্কর দেবে ভারত! কোন বাজারে? OpenAIর CEO অল্টম্যান খুললেন মুখ)
ধনু
ধনু রাশির জাতক জাতিকারা শ্রাবণ পূর্ণিমার শুভ যোগে বেশ কিছু লাভ পেতে পারেন। চাকরিরতদের কাঁধে আসতে পারে বেশ কিছু দায়িত্ব। কর্মস্থলে পাবেন প্রশংসা। আর্থিক পরিস্থিতির দিক থেকে এই সময় বেশ অনুকূল। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। আগে করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। পারিবারিক জীবনে সামঞ্জস্য তৈরি হবে। জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন, তাতে মন ভালো থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)